আন্তর্জাতিক ক্রিকেটে যেসময় বিদায় জানিয়েছিলেন সেসময় ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটাচ্ছিলেন না অ্যালিস্টার কুক। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে যখনই কাউন্টিতে থিতু, সে সময় থেকেই তার ব্যাটে আবারও সেই রানের ফোয়ারা। টানা তিন মৌসুমের দারুণ ছন্দে থাকার পর চতুর্থ মৌসুমের শুরুটাও সেঞ্চুরি দিয়েই করলেন স্যার অ্যালিস্টার কুক।
অ্যালিস্টার কুকের ক্যারিয়ারের শুরুটা এসেক্সের হয়ে, সেই দলের হয়েই ২০তম মৌসুম খেলতে নেমেছেন তিনি। সেই ১৮ বছরে শুরু, এখনও খেলেই যাচ্ছেন তিনি। আর ২০তম মৌসুমের শুরুর দিনেই তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৭০তম সেঞ্চুরি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) কেন্টের বিপক্ষে সেই পুরাতন রুপেই সেঞ্চুরি করেছিলেন অ্যালিস্টার কুক। উইকেটে ছয় ঘণ্টা সময় কাটিয়ে ২৬৬ বলে করেন ১০০ রান। পুরো ইনিংসে ছিল ১১ টি চার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর প্রথম শ্রেণির ক্রিকেটের ৩৬তম ম্যাচ খেলতে নেমেছিলেন কুক। আর ৩৬ ম্যাচে তার সেঞ্চুরি সংখ্যা ৭ টি। এখনও দীর্ঘ সময় পারফর্ম করে যেতে পারবেন। তার এই দারুণ ছন্দ এটাই প্রমাণ করে।
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির সেঞ্চুরি অ্যালিস্টার কুকের। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকান সাবেক ওপেনার হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও কাউন্টি ক্রিকেটে খেলে যাচ্ছেন হাশিম আমলা। তার সেঞ্চুরি সংখ্যা ৫৫ টি।
তৃতীয় স্থানে আছেন খারাপ ফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়া চেতেশ্বর পূজারা। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার মোট সেঞ্চুরি সংখ্যা ৫০ টি।
শুধু সবচেয়ে বেশি সেঞ্চুরি নয়, ২৫ হাজার রানের মাইলফলকের কাছাকাছি অবস্থান করছেন অ্যালিস্টার কুক। আর ৫৯ রান করলেই তিনি ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর