চলতি মৌসুমে মাঠে ফেরা নিয়ে শঙ্কায় স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৭ এপ্রিল ২০২২
চলতি মৌসুমে মাঠে ফেরা নিয়ে শঙ্কায় স্টোকস

মানসিক অবসাদ এবং ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ দিয়ে মাঠে ফিরেছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন তিনি। এই সিরিজ চলাকালীন নতুন করে চোটে পড়েন এই ক্রিকেটার। সেই চোট কাটিয়ে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন  তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন হাটুর চোটে পড়েন বেন স্টোকস। সেই সফরে করানো স্ক্যান রিপোর্ট এখনও হাতে পাননি। তাই এখনও অনুশীলন শুরু করেননি তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন স্টোকস।

তিনি জানিয়েছেন, স্ক্যান রিপোর্ট পাওয়ার পর পর্যালোচনা করে তবেই মাঠে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। এ কারণেই এখনও মাঠের অনুশীলন শুরু করেননি তিনি।

এ কারণে তাকে ছাড়াই কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু করবে ডারহাম। এমনকি চলতি বছরের জুনে নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

এদিকে অ্যাশেজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হারের জন্য বেশ সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হারেও শিক্ষণীয় বিষয় দেখছেন স্টোকস।

এ বিষয়ে স্টোকস বলেন, ‘সিরিজ হারের পর ড্রেসিং রুমে আমি বলেছে, শেষ ম্যাচ হারায় আমরা সমালোচনার শিকার হচ্ছি। শেষ ম্যাচে হেরে সিরিজ খোয়ানোই প্রথম দুই টেস্টে ড্র করার বিষয়টি সমর্থকদের কাছে ছোট হয়ে গেছে। আমাদের দমে থাকা যাবে না।’

তিনি আরও বলেন, ‘মানুষ শুধু জয়ের দিকেই লক্ষ্য রাখে। আমার ধারণা, আমাদের সব পরিস্থিতিতেই ভালো খেলার অবস্থা তৈরি করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হান্ড্রেডে দল পায়নি বাংলাদেশের কেউ

দ্য হান্ড্রেডে দল পায়নি বাংলাদেশের কেউ

ইংল্যান্ড সিরিজে প্রস্তুত উইলিয়ামসন: গ্যারি স্টেড

ইংল্যান্ড সিরিজে প্রস্তুত উইলিয়ামসন: গ্যারি স্টেড

কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি