ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট ওয়ানডে ও টেস্টকে বিদায় বলেছেন দক্ষিণ আফ্রিকান নারী ক্রিকেটার মিগনন ডু প্রিজ। টি-টোয়েন্টিতে মনোনিবেশ করতে এবং পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে ডু প্রিজ নিজেই অবসরের খবরটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবসরের ঘোষণায় ডু প্রিজ বলেন, ‘এখন পর্যন্ত চারটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য আমি আসলেই খুব ভাগ্যবান। এগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমি আমার পরিবারকে অগ্রাধিকার দিতে চাই। খুব শীঘ্রই আমার নিজের একটি পরিবার শুরু করবো।’
এই প্রমীলা ক্রিকেটার আরও বলেন, ‘আমি মনে করি খেলার দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর ঘোষণা এবং সামনের টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দেয়ার এটাই সঠিক সময়। নিউজিল্যান্ডে আমাদের সাম্প্রতিক বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পরই আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বিদায়বেলায় দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ এর জন্য শুভকামনা জানাতে ভুলেননি প্রিজ।
তিনি বলেন, ‘আমি মনে করি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট খুবই ভালো অবস্থানে রয়েছে। পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের এই সুন্দর খেলাটি চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই সময় হয়েছে সরে যাওয়ার।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৭ সালে অভিষেক হয় প্রিজের। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার মোট চারটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। সর্বশেষ ২০২২ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে তুলেছিলেন। এই আসরে ৮টি ম্যাচ খেলে এক ফিফটিতে ১৬১ রান করেন প্রিজ।
বিদায় বেলায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রিজ। তিনি বলেন, ‘আমার ওয়ানডে ক্যারিয়ারে ক্রমাগত সমর্থনের জন্য আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বোর্ডের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেই নিজের সর্বশেষ ওয়ানডে খেলে ফেলেছেন প্রিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে এ পর্যন্ত ১৫৪টি ওয়ানডেতে মাঠে নেমেছেন তিনি। তাতে দুটি সেঞ্চুরি এবং ১৮ অর্ধশতকের সাহায্যে রান করেছেন ৩৭৬০। একটি মাত্র টেস্টে একট সেঞ্চুরিতে রান করেছেন ১১৯।
স্পোর্টসমেইল২৪/এএইচবি