নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানালো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৭ এপ্রিল ২০২২
নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানালো আইসিসি

দিন কয়েক আগেই শেষ হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ আয়োজক ছিল তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ড। সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করায় নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) ধন্যবাদ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

নারীদের ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের সবগুলো ম্যাচ আয়োজিত হয়েছে নিউজিল্যান্ডের ছয়টি ভেন্যুতে। মোট আয়োজিত হয়েছে ৩১ ম্যাচ। স্বাগতিক নিউজিল্যান্ড সেমিফাইনালে বাদ পড়লেও দারুণ এক টুর্নামেন্ট আয়োজন করে কিউই ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্সলি বলেন, ‘২০২২ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে বেশ খুশি। নিউজিল্যান্ডজুড়ে ক্রিকেটে প্রসারে বড় ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা মোকাবিলা করে টুর্নামেন্ট আয়োজন করা। এই কাজে তারা দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে।’

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করা সকল ম্যাচ অফিসিয়ালসদেরও ধন্যবাদ জানিয়েছেন গ্রেগ বার্সলি। বলেন, ‘টুর্নামেন্টে দায়িত্ব পালন করা সকল অফিসিয়াল এবং আইসিসির কর্মকর্তাদেরকেও ধন্যবাদ।’

আইসিসির চেয়ারম্যান বলেন, ‘টুর্নামেন্টকে উপভোগ্য করে তোলার জন্য ক্রিকেটাররাও ধন্যবাদ প্রাপ্য। তাদেরকেও অশেষ ধন্যবাদ, দারুণ একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য।’

আট দলের এই আসরে মোট ৩১ ম্যাচ আয়োজিত হয়েছে। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জিতে নেয় তাসমান পাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সালমা খাতুন

ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সালমা খাতুন

স্টার্ক-হিলি : ক্রিকেটের বিশ্বজয়ী দম্পতি

স্টার্ক-হিলি : ক্রিকেটের বিশ্বজয়ী দম্পতি

নারী বিশ্বকাপের সপ্তম ট্রফি জিতলো অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপের সপ্তম ট্রফি জিতলো অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপে রেকর্ড খচিত অ্যালিসা হিলি

নারী বিশ্বকাপে রেকর্ড খচিত অ্যালিসা হিলি