দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ। টেস্টেও ইনজুরি নিয়ে বোলিং করে গেছেন। তাসকিনের এমন নিবেদন ও আন্তরিকতায় মুগ্ধ বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
দ্বিতীয় ইনিংসে ইনজুরি নিয়ে ১১ ওভার বোলিং করেছেন তাসকিন। তাতে ২৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২টি উইকেটও। ইনজুরি নিয়েও দলের প্রয়োজনে বোলিং করে যাওয়াটা বেশ মনে ধরেছে ডোনান্ডের। বাংলাদেশের পেস বোলিং কোচ জানিয়েছেন, তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
এক ভিডিও বার্তায় ডোনাল্ড বলেন, ‘তাসকিন যেভাবে এই সিরিজে নিজেকে উজাড় করে দিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্সে আমি খুব খুশি ছিলাম। কী দুর্দান্তভাবেই না সে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছিল।’
তাসকিনের নিবেদন নিয়ে ডোনাল্ড বলেন, ‘প্রথম টেস্টে তার কাঁধে সামান্য চোট ছিল, সময় গড়ানোর সঙ্গে অবস্থা খারাপ হতে থাকে। দ্বিতীয় ইনিংসে সে স্ট্র্যাপ পেচিয়ে বোলিং করেছে। বাংলাদেশের জন্য প্রয়োজনে আরও বেশি কিছু করতে সে প্রস্তুত ছিল। তার জন্য আমাদের শুভ কামনা।’
ডোনাল্ড বাংলাদেশের সঙ্গে যোগ দিয়েছেন খুব বেশিদিন হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তাকে নিয়োগ দেয় বিসিবি। এ কয়দিনে খুব কাছ থেকে তাসকিনকে দেখেছেন তিনি। তাতে তাসকিনের আন্তরিকতা ও দলের প্রতি নিবেদন বিস্মিত করেছে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারকে।
ডোনাল্ড বলেন, ‘এই তরুণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। সে খুব মনোযোগী শ্রোতা। খুব্ বেশি শিখতে চায়। ওর ভেতরে একটি যথাযথ চালিকা শক্তি আছে। এটাই তার মূল শক্তির জায়গা। যে কারণে সে সব ব্যথা সহ্য করেও এগিয়ে যায়।’
‘সাদা বিদ্যুৎ’ বলে খ্যাত এই দক্ষিন আফ্রিকান আরও বলেন,‘তিন পেসারই (ডারবান টেস্টে) ছিল অসাধারণ, বিশেষ করে তাসকিন। তাকে অনেক ব্যথা সহ্য করতে হয়েছিল। চূড়ান্ত পর্যায়ের ব্যথা নিয়ে খেলেও তাসকিন দেখিয়েছে সে কতটা আন্তরিক।’
দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তাসকিন। এর মধ্যে সিরিজ নির্ধারনী ওয়ানডেতে ৩৫ রান ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। ফলস্বরূপ, জিতেছেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কারও।
স্পোর্টসমেইল২৪/এএইচবি