দ্য হানড্রেডে খেলতে ‘আগ্রহ’ প্রকাশ করেননি বাবর আজম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৬ এপ্রিল ২০২২
দ্য হানড্রেডে খেলতে ‘আগ্রহ’ প্রকাশ করেননি বাবর আজম

ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে দ্য হানড্রেডে দল পাননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এরপরেই গুঞ্জন উঠেছে দ্য হানড্রেডে খেলতে নাকি আগ্রহই প্রকাশ করেননি এই ক্রিকেটার। এই গুঞ্জনের পক্ষে সাফাই গেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তাও।

দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফটে দল পাননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল দ্য হানড্রেড খেলার জন্য কোনো ধরনের ইচ্ছা প্রকাশ করেননি তিনি। এমনকি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের হয়ে খেলার জন্যই বেশি ইচ্ছুক বলেও জানিয়েছেন পিসিবির এক কর্মকর্তা।

পাকিস্তানের এক গণমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, ফ্রাঞ্চাইজি ক্রিকেট নয় পাকিস্তানের হয়ে খেলতেই বেশি মনোযোগী বাবর আজম। এ কারণেই দ্য হানড্রেডে খেলার জন্য অনাপত্তিপত্রও চাননি।

তিনি বলেন, ‘বারব কখনই অনাপত্তিপত্রের জন্য আবেদন করেনি। সে শীর্ষ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটার হিসেবে ড্রাফটে থাকলেও টুর্নামেন্ট খেলার জন্য আগ্রহী ছিল না। সে চাইলে কাউন্টির যেকোনো দলে খেলতে পারে। সে শুধুই জাতীয় দলে মনোযোগী হতে চায়।’

চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে নিজেদের হরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিবে পাকিস্তান। এছাড়াও পাশাপাশি সময় শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ খেলবে বাবর আজম বাহিনী। এই ব্যস্তসূচির মধ্যে এবার দ্য হানড্রেডে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার।

এদিকে বাবর আজম কাউন্টি ক্রিকেট কিংবা দ্য হানড্রেডে না খেললেও অন্যান্য অনেক ক্রিকেটারই এই টুর্নামেন্টে খেলার জন্য পিসিবির কাছে ছাড়পত্র নিয়েছে। পিসিবি সূত্র জানিয়েছে, চাইলে বাবরও এই টুর্নামেন্টে খেলতে পারতেন, তাকে ছাড়পত্র দেওয়া হতো। তবে বিশ্রাম নিবেন বলেই তিনি খেলছেন না।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 



শেয়ার করুন :


আরও পড়ুন

একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে দিলো অস্ট্রেলিয়া

একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে দিলো অস্ট্রেলিয়া

স্থগিত সিরিজ খেলতে জুলাইয়ে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান

স্থগিত সিরিজ খেলতে জুলাইয়ে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান

কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

বাবরকে বিগ ব্যাশে মেলবোর্নে ভেড়াতে চান ফিঞ্চ

বাবরকে বিগ ব্যাশে মেলবোর্নে ভেড়াতে চান ফিঞ্চ