দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে স্রোতের বিপরীতে গিয়ে লড়াই করেছিলেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। করেছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এই শতকের পর টেস্ট র্যাঙ্কিংয়েও তার বড় উন্নতি হয়েছে।
ডারবানে বাংলাদেশের ব্যাটাররা যখন প্রোটিয়াদের বোলিং তোপে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, ঠিক সে সময় স্রোতের বিপরীতে লড়াই করে গিয়েছিলেন মাহমুদুল হাসান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে করেছিলেন ১৩৭ রান। এই সেঞ্চুরির পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও এগিয়েছেন তিনি। ৩৭ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৬৬ নম্বরে।
একই টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। এই পারফর্মেন্সের কারণে তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে তিনি।
ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছিলেন কেশব মহারাজ। দ্বিতীয় ইনিংসে বল হাতে সাত উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মহারাজ। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের তার অবস্থান ২৮ নম্বরে।
ব্যাটার এবং বোলারদের র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসলেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আসেন কোনো পরিবর্তন। এক নম্বরে আছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। এছাড়াও রবিচন্দন অশ্বিন আছেন দুই নম্বরে।
এদিকে ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করেন পাকিস্তানি ব্যাটার ইমাম উল হক। তার ব্যাট থেকে আসে ২৯৮ রান। এতেই র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে তিন নম্বরে অবস্থান করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে নিজের সেরা ছন্দ ধরে রাখতে না পারায় শীর্ষ ১০ থেকে ছিটকে গেছেন অজি কাপ্তান অ্যারন ফিঞ্চ।
একই সিরিজে দুর্দান্ত পারফর্ম করে পাঁচ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে এসেছেন ট্রাভিস হেড। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর