ডিপিএলে এক ওভারে মাশরাফির তিন উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৬ এপ্রিল ২০২২
ডিপিএলে এক ওভারে মাশরাফির তিন উইকেট

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রূপগঞ্জের হয়ে বল হাতে আগুন ঝড়ালেন মাশরাফি। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে বল করতে নেমে এক ওভারেই তুলে নিলেন তিন ব্যাটারকে। আট ওভার বল করে নিজের নামের পাশে যোগ করেছেন মোট চার উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৬ এপ্রিল) টস জিতে খেলাঘরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করতে নেমে চাপে থাকা খেলাঘরকে ৪৮তম ওভারে গুটিয়ে দেন মাশরাফি। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে না খেলা মাশরাফি শের-ই-বাংলায় বল হাতে আগুন।

৪৮তম ওভারের তৃতীয় বলে ইফতেখার সাজিদ (১৪) শিকার করেন মাশরাফি। খেলাঘরের সংগ্রহ ছিল তখন ১৯৮। তৃতীয় বলে ইফতেখারকে আউট করে পরের বলেই মাসুম টুটুলকে সাজঘরে ফেরান মাশরাফি। ৩৫ বলে ৩ চারে ২৪ রানে মাসুম টুটুল ফিরলে ১৯৮ রানে ৯ম উইকেট হারায় খেলাঘর।

পর পর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সফল হতে পারেননি মাশরাফি। ওভারের চতুর্থ বলটি ডট হওয়ায় হ্যাটট্রিক বঞ্চিত হয় তিনি। তবে পরের বলেই খেলাঘরকে গুটিয়ে দেন মাশরাফি। তুলে নেন একই ওভারে তৃতীয় উইকেট। এর ফলে মোট চারটি উউেকেট শিকার করেন। এর আগে ইনিংসের সপ্তম ওভারে হাসানুজ্জামানকে সরাসরি বোল্ড করেছিলেন মাশরাফি।

মাশরাফির এমন আগুন ঝড়া বোলিংয়ে ৪৮ ওভারেই ১৯৮ রানে গুটিয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দলের পক্ষে ভারতের চেরাগ জনি শিকার করেন তিনটি উইকেট।

মাশরাফির বোলিংয়ের পর ১৯৯ রানের লক্ষ্য পেলেও লিজেন্ডস অব রূপগঞ্জকে জয় পেতে কঠোর লড়াই করতে হয়েছে। ইনিংসের শেষ ওভারে ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জয় পেয়েছে রূপগঞ্জ।

দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৭২ রান করেছেন বল হাতের তিন উইকেট শিকার করা চেরাগ জনি। এছাড়া তানভির হায়দারের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫১ রানের ইনিংস। এছাড়া বল হাতে আগুল ঝড়ানো মাশরাফি করেন ১৭ বলে ১ চারে ১২ রান।



শেয়ার করুন :