প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে তার সন্তানও ক্রিকেটার হোক। দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক। এই জায়গায় সম্পূর্ন বিপরীত মেরুতে অবস্থান করেছেন পাকিস্তানের সবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি চান না তার ছেলে তার মতো ক্রিকেটার হোক।
একটা জাতির প্রতিনিধিত্ব করায় ক্রিকেটারদের উপর সবার প্রত্যাশা থাকে বেশি। তারা ভালো করলে যেমন তালি দেয়া হয়, খারাপ করলে তেমন বাজে কথা শুনতে হয়। এই চাপ এবং সমালোচনার ভয় থেকেই ছেলেকে ক্রিকেটে আনতে চান না এই উইকেটরক্ষক ব্যাটার।
ক্রিকেটের দিকে সরফরাজের ছেলে আবদুল্লাহ সরফরাজের বেশ টান।। খেলাটার প্রতি আগ্রহ রয়েছে তার। তবে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার চান না তার ছেলে ক্যারিয়ারে মানসিক চাপ এবং সমালোচনার মধ্য দিয়ে যাক। পাকিস্তানের স্থানীয় একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেছেন তিনি।
সরফরাজ বলেন, ‘আবদুল্লাহ ক্রিকেট খেলার প্রতি অনুরাগী। কিন্তু আমি চাই না সে একজন ক্রিকেটার হোক। একজন ক্রিকেটার হওয়ার কারণে আমি এমন অনেক কিছু সহ্য করেছি। আমি চাই না আবদুল্লাহ এগুলো মোকাবেলা করুক।’
সরফরাজ তার ক্যারিয়ার জুড়ে অনেক চাপ এবং সমালোচনার মধ্য দিয়ে গেছেন। ২০০৭ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে পরবর্তী ৭ বছর দলে জায়গা পাকাপোক্ত করতে পারেননি সরফরাজ।
ক্যারিয়ারে সবার মতো ভালো খারাপ দুটোই গেছে তার। অধিনায়ক হিসাবে ২০১৭ সালে দেশকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও। এরপরও সবসময় তিনি ছিলেন সমালোচকদের তরবারির ডগায়। সুযোগ পেলেই তাকে কচুকাটা করতো সবাই।
২০১৯ সালে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল। এরপর আর দলে জায়গা হয়নি তার। তার অধীনে দুই বছরের বেশি সময় ধরে পাকিস্তান টি-টোয়েন্টিতে এক নম্বর স্থান জায়গাটা ধরে রেখেছিল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি