ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের পর হেরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নিজেদের ৮ম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে এক উইকেটে হেরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মঙ্গলবার (৫ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যথারীতি দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয় এবং শাহাদাত হোসেন দিপু। দুইজন মিলে গড়ে তোলেন ১২০ রানের জুটি।
দুই রানে ব্যবধানে ফেরেন দুই ওপেনার এনামুল বিজয় এবং শাহাদাত দিপু। ৭৭ রানে বিজয় ফিরলে ভাঙে এই জুটি।
এরপরেই এক প্রান্ত আগলে ধরেন ভারতীয় ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। আর অপরপ্রান্তে অন্য ব্যাটাররা যাওয়া আসার মিছিলে যোগ দেন। শেষ দিকে ঈশ্বরণকে সঙ্গ দেন মাহদী হাসান।
এরপরেই বিজয়ের ৭৭ রানের পর, ঈশ্বরণের ৬২ রানে ভর করে ২৬৫ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। শেখ জামালের হয়ে ৪ উইকেট শিকার করেন ভারতীয় স্পিনার পারভেজ রসুল।
২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৫ রানের উদ্বোধনী জুটির পর ফেরেন সাইফ হাসান। এরপরে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সৈকত আলি এবং অধিনায়ক ইমরুল কায়েস। তবে সাইফ হাসানের বিদায়ের পরপরই ফেরেন সৈকত আলিও।
সৈকত আলির বিদায়ের পর এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন অধিনায়ক ইমরুল কায়েস। তবে হাফ সেঞ্চুরি তুলে তিনি ফিরলে শেখ জামালের হারের শঙ্কা দেখা দেয়।
শেষ দিকে এসে দলের হাল ধরেন ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল। তার ৫১ বলে ৬৫ রানে ভর করে এক বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙ্গর করে শেখ জামালের জয়ের নৌকা। আর তিন ম্যাচ পর হারের মুখ দেখে প্রাইম ব্যাংক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর