সিপিএলে ত্রিনিবাগোর হয়ে খেলবেন রাসেল-পুরান-পোলার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৫ এপ্রিল ২০২২
সিপিএলে ত্রিনিবাগোর হয়ে খেলবেন রাসেল-পুরান-পোলার্ড

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পাল্টেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। জ্যামাইকা তালওয়াস ছেড়ে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। একই দলে তার সাথে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক কাইরন পোলার্ড এবং উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান।

সর্বশেষ ফ্রাঞ্চাইজি জ্যামাইকা তালওয়াসে সুখকর অবস্থায় ছিলেন না আন্দ্রে রাসেল। ২০২০ সালে জানিয়েছিলেন এটাই হবে জ্যামাইকায় তার শেষ মৌসুম। তবে ২০২১ সালে জ্যামাইকা দল তাকে রিটেইন করলে সেখানেই খেলেন তিনি। মৌসুমটি ভালো কাটাননি তিনি। 

২০২১ সালে জ্যামাইকার হয়ে দশ ইনিংসে ১৬০ রান করেছিলেন তিনি। এছাড়াও বল হাতে শিকার করেছিলেন মাত্র ১১ উইকেট। এরপরেই তাকে ছেড়ে দেয় জ্যামাইকা। এরপরেই যোগ দিলেন ত্রিনিবাগো নাইট রাইডার্স।

রাসেলের পাশাপাশি নিকোলাস পুরানকেও দলে ভিড়িয়েছে ত্রিনিবাগো নাইট রাইডার্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স থেকে পুরানকে দলে নিয়েছে তারা।

এই দুই ক্রিকেটার ছাড়াও  সুনীল নারিন, কাইরন পোলার্ড, জেইডন সিলস, আকিল হোসেনদের মতো ক্রিকেটারদের ধরে রেখেছে ত্রিনিবাগো নাইট রাইডার্স।

চলতি বছরের ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে সিপিএলের এবারের আসর। একমাসের এই আসরের পর্দা উঠবে ৩০ সেপ্টেম্বর।

দল পাওয়া ক্রিকেটারদের তালিকা-
ত্রিনিবাগো নাইট রাইডার্স : কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নিকোলাস পুরান, আকিল হোসেইন, জেইডেন সিলস, টিয়ন ওয়েবস্টার
সেন্ট লুসিয়া কিংস: রোস্টন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, আলজারি জোসেফ, মার্ক ডেয়াল, জেভার রয়্যাল
জ্যামাইকা তালাওয়াস: রভম্যান পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, ব্রেন্ডন কিং, কেনার লুইস, শামারহ ব্রুকস
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, শেরফন রাদারফোর্ড, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস
বার্বাডোজ রয়্যালস: জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, কাইল মায়ার্স, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডেভন থমাস, ওশানে থমাস, নাঈম ইয়ং
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: শিমরন হেটমায়ার, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, চন্দ্রপল হেমরাজ, কিমো পল, গুদাকেশ মতি

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ইংলিশদের ১০ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

ইংলিশদের ১০ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

মেয়েদের সিপিএল আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ

মেয়েদের সিপিএল আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যারিবীয় মেয়েরা

বিশ্বমঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ক্যারিবীয় মেয়েরা