ব্যাট হাতে মোটেও ভালো সময় কাটাচ্ছেন না চেতেশ্বর পূজারা। এ কারণেই কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এখনও ভিসা না পাওয়ায় কাউন্টি দলে যোগ দিতে পারেননি ভারতের এই টেস্ট ক্রিকেটার।
ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন চেতেশ্বর পূজারা। দীর্ঘসময় ধরে পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েছেন। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য ভারতের ঘরোয়া ক্রিকেটেও বন্ধ। এ সময়কে কাজে লাগাতে কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কিন্তু কাউন্টি দল সাসেক্সের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরও এখনও ইংল্যান্ডে খেলার ভিসা পাননি। এ কারণেই সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।
মূলত ইংল্যান্ড জুড়ে ভিসার নিয়মে পরিবর্তন আনায় চেতেশ্বর পূজারাকে এই সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন সাসেক্স কর্তৃপক্ষ। এই সমস্যা কাটাতে তার সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে সাসেক্স কর্তৃপক্ষ।
কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে ছয়টি ম্যাচ খেলার কথা ছিল চেতেশ্বর পূজারার। এছাড়াও রয়্যাল লন্ডন কাপে খেলার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার।
ভারতের হয়ে ৯৫ টেস্টে ৪৩ দশমিক ৮৭ গড়ে ৬ হাজার ৭১৩ রান করেছেন এই ক্রিকেটার। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ২২৬ ম্যাচে ৫০ দশমিক ৫৯ গড়ে করেছেন ১৬ হাজার ৯৪৮ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর