ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। অথচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নেই অস্ট্রেলিয়ান তারকা গ্রেন ম্যাক্সওয়েল। তবে চলতি এপ্রিলের ৯ তারিখ থেকেই অজি হার্ডহিটারকে পাচ্ছে ব্যাঙ্গালুরু। এমনটাই জানিয়েছেন দলটির কোচ মাইক হেসন।
জাতীয় দল কিংবা আইপিলে ম্যাক্সওয়েলের না থাকার কারণ বিয়ে। চলতি বছরের ১৮ মার্চ অস্ট্রেলীয় বংশোদ্ভুত ভারতীয় নাগরিক ভিনি রামনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ম্যাক্সওয়েল। আর এই কারণেই ছিলেন না জাতীয় দলের খেলা সহ ব্যাঙ্গালুরুর শুরুর দুই ম্যাচে।
সব ধকল কাটিয়ে ৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর জার্সিতে এবারের মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন ম্যাক্সি। যদিও ৫ এপ্রিল কলকাতার বিপক্ষে তার মাঠে নামার কথা ছিল। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি নিয়মের কারণে তা হচ্ছে না।
ম্যাক্সওয়েল যদিও অস্ট্রেলিয়ার হয়ে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না, তাও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়মানুযায়ী, জাতীয় দলের সিরিজ চলাকালীন কোনো খেলোয়াড় লিগে খেলতে পারবে না। সে হিসেবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে মাঠে নামা হচ্ছে না তার।
এক ভিডিও বার্তায় হেসন বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে এটি বেশ পরিষ্কার যে ৬ এপ্রিলের আগে কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড় পাওয়া যাবে না। তাই তারা (অস্ট্রেলিয়ার খেলোয়াড়) যখনই এখানে আসুক, ৬ এপ্রিলের আগে খেলতে পারবে না।’
ম্যাক্সওয়েলের সার্ভিস পাওয়ার ব্যাপারে ব্যাঙ্গালুরু কোচ বলেন, ‘আমরা অন্য সব পক্ষের মতো এটি সম্পর্কে ভালভাবে সচেতন ছিলাম। আমরা এটির জন্য পরিকল্পনা করেছি। ম্যাক্সি আমাদের সাথে থাকবে এবং ৯ তারিখ থেকে পাওয়া যাবে।’
আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে আরসিবি। তাতে এক জয় ও এক পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সাত নাম্বারে অবস্থান করেছে তারা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি