সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনজুরি। এ কারণে বারবারই দলের বাইরে ছিটকে যাচ্ছেন তিনি। তবে এবার তাকে পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া যাবে বলে জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড।
বেশ কিছুদিন ধরেই কনুইয়ের ইনজুরিতে ভুগছেন উইলিয়ামসন। এ কারণে ঘরের মাঠে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে আইপিএল খেলছেন।
আইপিএল চলাকালীনই নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানালেন সঠিক পথেই আছেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন এই কিউই ক্রিকেটার।
এ বিষয়ে কোচ বলেন, ‘সবকিছুই পরিকল্পনামাফিক আগাচ্ছে। আমরা যেভাবে চাচ্ছি ঠিক সেইভাবেই সে (উইলিয়ামসন) প্রস্তুত হচ্ছে। ইংল্যান্ডে তিন টেস্ট খেলার জন্য সে প্রস্তুত।’
উইলিয়ানসনের অনুপস্থিতিতে কিউইদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম। দলে ফিরলে উইলিয়ামসন অধিনায়ক থাকবেন কি-না সে নিয়েও প্রশ্ন করা হয়। সেই বিষয়ে কোচ গ্যারি স্টিডের ভাষ্য, উইলিয়ামসনই অধিনায়ক হিসেবে থাকবেন।
তিনি বলেন, ‘এই মুহূর্তে উইলিয়ামসন আমাদের দলের সাথে নেই। তাই সে অধিনায়ক নয়। তবে সে ফিরলে আমি তাকেই অধিনায়ক হিসেবে চাই।’
তিনি আরও বলেন, ‘অন্য সবার মতো কেনের (উইলিয়ামসন) বিরতির দরকার ছিল। সে আবারও নিউজিল্যান্ডের হয়ে দারুণভাবে ফিরে আসবে। এটাই আশা করি।’
উল্লেখ্য যে, চলতি বছরের জুনে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে নিউজিল্যান্ড। সেই সিরিজ থেকেই উইলিয়ামসনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর