প্যাট কামিন্স ও মিচেল মার্শকে মুলতান সুলতানসে দেখতে চান শান মাসুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ০৫ এপ্রিল ২০২২
প্যাট কামিন্স ও মিচেল মার্শকে মুলতান সুলতানসে দেখতে চান শান মাসুদ

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানিয়েছিলেন, বাবর আজমকে তিনি বিগ ব্যাশ লিগে (বিবিএল) দেখতে ইচ্ছুক। এবার পাকিস্তানের তারকা শান মাসুদ জানালেন, তিনিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ান তারকাদের দেখতে চান।

২০২১ সালের পিএসএলে ষষ্ঠ আসরে মুলতান সুলতানকে নেতৃত্ব দিয়েছিলেন শান মাসুদ। তিনি ২০২৩ সালের পরের মৌসুমে (অষ্টম আসর) অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও অলরাউন্ডার মিচেল মার্শকে মুলতান সুলতানসের জার্সি গায়ে দেখতে চান।

সামাজিক যোগাযোগে মাধ্যম টুইটারে মুলতানের অ্যাকাউন্ট থেকে একটি প্রশ্ন পোস্ট করা হয়েছিল। সেখানে মার্কাস স্টয়নিস এবং ক্যামেরন গ্রীনের ছবি দিয়ে জানতে চাওয়া হয়েছিল, কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে ভক্তরা আগামী আসরে মুলতানের হয়ে খেলতে দেখতে চান।

সেখানে শান মাসুদ এই দুই তারকার একজনকেও বেছে নেননি। তিনি পছন্দ করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সেরা মিচেল মার্শ ও অস্ট্রেলিয়ার অধিনায়ক কাম পেসার প্যাট কামিন্সকে।

পিএসএলের অষ্টম আসরকে সামনে রেখে এখনই পরিকল্পনা নিয়ে মাঠে নেমে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। আগামী আসর থেকে আইপিএলের আদলে নিলাম পদ্ধতিতে খেলোয়াড় অন্তর্ভুক্ত করার কথাও ভাবছে পিসিবি।

তবে রমিজ রাজার এই পরিকল্পনা বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কেননা এখনও কোনো ফ্র্যাঞ্চাইজি সর্বসম্মতভাবে খেলোয়াড়দের নিলাম পদ্ধতিতে সম্মতি প্রকাশ করেনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

শাহীন আফ্রিদির মহানুভবতা, বাড়ি পাচ্ছেন জামান খান

শাহীন আফ্রিদির মহানুভবতা, বাড়ি পাচ্ছেন জামান খান

শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

রিজওয়ানের নেতৃত্বগুণ ইমরান খানের সাথে তুলনা করলেন মুশতাক আহমেদ

রিজওয়ানের নেতৃত্বগুণ ইমরান খানের সাথে তুলনা করলেন মুশতাক আহমেদ