ডারবান টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে বল করতে হয়নি দক্ষিণ আফ্রিকার কোনো পেসারদের। দুই স্পিনার কেশব মহারাজ ও সিমোন হার্মার একত্রে ১০ উইকেট নিয়ে বাংলাদেশকে ৫৩ রানে অলআউট করে দিয়েছেন। যা গত একশ’ বছরের মধ্যে টেস্ট ক্রিকেটে আর এমনটা ঘটেনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে ম্যাচের চতুর্থ ইনিংসে ৫৩ রানে অলআউট হওয়া বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর। টেস্টে টার্গেট পেয়ে খেলতে নেমে এর আগে এতো কম রানে কখনও গুটিয়ে যায়নি বাংলাদেশ।
টার্গেট নিয়ে খেলতে নেমে এর আগে সর্বনিম্ন ৯০ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড ছিল বাংলাদেশের। ২০১৭ সালে পচেফস্ট্রুমে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৪২৪ রানের টার্গেটে খেলতে নেমে ৯০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এবার আরও একবার টার্গেট নিয়ে খেলতে নেমে পাঁচ বছর পর ১শর নীচে গুটিয়ে গেল বাংলাদেশ।
শুধু তাই নয়, বাংলাদেশকে ৫৩ রানে গুটিয়ে দিয়ে আরও একটি অন্যন্য রেকর্ডের মালিক হয়েছে দক্ষিণ আফ্রিকা। কোন পেস বোলার ছাড়াই দুই স্পিনার ১০ উইকেট নিয়েছে। যা গত একশ’ বছরের মধ্যে টেস্ট ক্রিকেটে আর এমনটা ঘটেনি। ফলে ১শ বছরের বেশি সময়ের পর কোন ইনিংসে বল না করার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার পেসাররা।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটি লজ্জার রেকর্ড থেকে বেঁচে গেছে বাংলাদেশ। ডারবান টেস্টের চতুর্থ ইনিংসে ১৯ ওভার (১১৪ বল) ব্যাট করে অলআউট হয়েছে বাংলাদেশ।
নিজেদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে এটি দ্বিতীয় কম ওভার খেলে গুটিয়ে যাওয়অর রেকর্ড টাইগারদের। তবে আর মাত্র ৩টি বল কম খেললে আরও একটি লজ্জার রেকর্ড গড়তো বাংলাদেশ। কারণ, বাংলাদেশের এক ইনিংসে কম ওভার খেলে গুটিয়ে যাওয়অর রেকর্ডটি ১৮ দশমিক ৪ ওভার, অর্থাৎ ১১২ বলে।
২০১৮ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮ দশমিক ৪ ওভার (১১২ বল) খেলে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। যা এখনও ঐ ওভার ও স্কোর বাংলাদেশের ইতিহাসে সর্বনিন্ম লজ্জার রেকর্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস