নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টেই ছিল দুর্দান্ত। এবার সেই ভালো খেলার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে নারী দলের ক্রিকেটা সালমা খাতুন। নারী ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন স্পিনার সালমা খাতুন।
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ। এর আগে পরে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ। এছাড়াও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও দারুণ ছিল বাংলাদেশের প্রতিরোধ।
বাংলাদেশের দারুণ পারফর্মেন্সের পিছনে বড় ভূমিকা রেখেছিলেন স্পিনার সালমা খাতুন। এতেই আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সালমা।
আইসিসির প্রতিনিধি, টুর্নামেন্টের ধারাভাষ্যকার এবং সংবাদকর্মীদের নিয়ে গঠিত ছয় সদস্যে একটি প্যানেল নির্বাচিত করেছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ। এখানেই জায়গা পেয়েছেন বাংলাদেশি স্পিনার সালমা খাতুন।
পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে ৩ দশমিক ৭৯ ইকোনোমিতে ১০ উইকেট শিকার করেন সালমা খাতুন। তার এই নজর কাড়া পারফর্মেন্সই তাকে সেরা একাদশে জায়গা পাইয়ে দিয়েছে।
বাংলাদেশের একজন ছাড়াও এই একাদশে রয়েছে চার অজি ক্রিকেটার। এছাড়াও রানার্স আপ ইংল্যান্ডের দলের দুই ক্রিকেটার এবং দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রিকেটার রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ দল থেকে সুযোগ পেয়েছেন এক ক্রিকেটার।
নারী বিশ্বকাপে আইসিসি সেরা একাদশ
লরা ভলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, উইকেটকিপার), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), হেইল ম্যাথুস (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি একলস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন (ইংল্যান্ড)
স্পোর্টসমেইল২৪/পিপিআর