ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ইয়র্কশায়ারের হয়ে খেলবেন কিউই ব্যাটার ফিন অ্যালেন। ভাইটালিটি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে দ্বিতীয় ধাপে পাকিস্তানি অলরাউন্ডার হারিস রউফের বদলি হিসেবে খেলবেন তিনি।
সর্বশেষ ২০২১ মৌসুমেও ভাইটালিটি ব্লাস্টে খেলেছিলেন ফিন অ্যালেন। সেবার খেলেছিলেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। এবার দল বদলে ইয়র্কশায়ারে যোগ দিচ্ছেন এই কিউই ক্রিকেটার।
ইয়র্কশায়ারের হয়ে ভাইটালিটি ব্লাস্টের প্রথম পাঁচ ম্যাচে মাঠে নামবেন পাকিস্তানি অলরাউন্ডার হারিস রউফ। এরপরেই ইয়র্কশায়ারের জার্সিতে তাকে মাঠে দেখা যাবে বলে জানানো হয়েছে।
ইয়র্কশায়ারে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত ফিন অ্যালেন। তিনি বলেন, ‘আমি কাউন্টি ক্রিকেটে ফিরে আসতে মুখিয়ে আছি। সর্বশেষ মৌসুমে প্রথমবারের মতো কাউন্টিতে খেলেছিলাম। এবার আরেকটি সফল মৌসুম খেলার জন্য অপেক্ষায় আছি আমি।’
ভাইটালিটি ব্লাস্টে কাউন্টি দলগুলো দুইজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারে। এই সুযোগ নিয়েই ফিন অ্যালেনের পাশাপাশি ইয়র্কশায়ারের হয়ে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। হারিস রউফকে পুরো মৌসুমে পাওয়া না গেলেও শাদাব কয়েক ম্যাচ বিরতি দিয়ে পুরো টুর্নামেন্টেই খেলবেন।
সর্বশেষ আসরে ল্যাঙ্কাশায়ারের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন ফিন অ্যালেন। ১৫৯ দশমিক ৬০ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৯৯ রান। দ্য হানড্রেডে বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলার জন্য পুরো টুর্নামেন্টে ছিলেন না অ্যালেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর