ওয়ানডে সিরিজে সফল হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেই সেই পুরাতন রুগ্ন চেহারাই ভেসে উঠেছে বাংলাদেশের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৩ রানে অলআউট মমিনুল বাহিনী। টেস্টে বাংলাদেশের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুত করেছিল মমিনুল বাহিনী। তবে ম্যাচে তার ছিটে ফোঁটাও দেখাতে পারেনি টিম টাইগার্স। উল্টো নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানে আউট হয়েছে বাংলাদেশ।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। সেই রেকর্ডকে ছোঁয়ার সম্ভাবনা থাকলেও দ্বিতীয় সর্বনিম্ন ৫৩ রানে আউট হওয়ার রেকর্ড গড়েছে মমিনুল বাহিনী।
২০০৫ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৬ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এতোদিন এটাই ছিল দ্বিতীয় ইনিংসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। ১৭ বছর পর এই রেকর্ড ভেঙে ৫৩ রানেই গুটিয়ে গেল টাইগাররা।
প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের চতুর্থ ইনিংসেও সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৯০ রানে অলআউট হয়েছিল।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১২ বার শতরানের নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। এর মধ্যে নিজেদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে সমান সংখ্যক ছয়বার করে শতরানের নিচে অলআউট হয়েছে মমিনুল বাহিনী।
নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় বারের মতো এক ইনিংসে প্রতিপক্ষের সব উইকেট প্রোটিয়া স্পিনারের দখলে গিয়েছে। আর প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে প্রথমবারের মতো সব উইকেট নিয়েছে প্রোটিয়া স্পিনাররা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর