বাবরকে বিগ ব্যাশে মেলবোর্নে ভেড়াতে চান ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৪ এপ্রিল ২০২২
বাবরকে বিগ ব্যাশে মেলবোর্নে ভেড়াতে চান ফিঞ্চ

ব্যাট দারুন সময় পার করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম্। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছুটিয়েছেন রানের ফোয়ারা। বাবরের দুর্দান্ত ব্যাটিং নজর কেড়েছে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চের। বাবরকে বিগ ব্যাশ দল মেলবোর্ন রেনেগেডসে ভেড়াতে চান বলে জানিয়েছেন অজি অধিনায়ক।

বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে অনেকদিন ধরে খেলে যাচ্ছেন ফিঞ্চ। নিজের দলেই বাবরকে নেয়ার ইঙ্গিত দিয়েছেন অজি অধিনায়ক। যদিও মজা করেই কথাটা বলেছিলেন তিনি। তবে ফিঞ্চের ইঙ্গিতে অভূতপুর্ব সাড়া দিয়েছে মেলবোর্ন রেনেগেডস ভক্তরা।

শনিবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে ফিঞ্চ বলেন, ‘আমি শুধু বাবরকে জিজ্ঞেস করেছি যে সে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে আগ্রহী কিনা। সে জানিয়েছে, অবশ্যই রাজি। আশা করি, আমরা আগামীকাল চুক্তির ঘোষণা দিতে পারি।’

ঠিক কি ভেবে এমন কথা বলেছেন অজি অধিনায়ক তা বুঝা গেল খানিক বাদেই। একটু পরই ফিঞ্চ হেসে বলেন, ‘এটা শুধুই রসিকতা।’ ফিঞ্চ রসিকতা করলেও জানিয়েছেন যে সত্যিই পরের গ্রীষ্মে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগে দেখা যেতে পারে বাবরকে।

ফিঞ্চ বলেন, ‘আমাদের ঘরোয়া প্রতিযোগিতায় আরও বিশ্বমানের খেলোয়াড় থাকাটা দারুণ হবে। বাবর স্পষ্টতই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘ সময়ের জন্যই যে কারো মতোই ভাল। বাবর আজম যদি বিগ ব্যাশ খেলতে চায়, তবে যেকোনো দলই তাকে পেতে চাইবে।’

শুধু বাবর আজম নয়, পাকিস্তানের পেস আক্রমণের মূল ভরসা শাহীন আফ্রিদীকেও দেখা যেতে পারে রেনেগেডসের ডেরায়। এমনটাই ইঙ্গিত দিলেন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমরা শাহীনের শক্তি নিয়েও কথা বলেছি। সে একজন দুর্দান্ত বোলার।’

পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসা করে অজি দলনেতা আরও বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটের প্রতিভা অসাধারণ। আমি মনে করি, পাকিস্তান খেললে বিশ্ব ক্রিকেটেরই ভালো হয়। বিশ্ব ক্রিকেট আরও ভালো হয় যখন তারা আমাদের ঘরোয়া লিগে খেলার সুযোগ পায়।’

ঐদিকে নিজেকে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টিতেও দেখতে চান ফিঞ্চ। সুযোগ পেলে বরং খুশিই হবেন বলে জানিয়েছেন তিনি ৩৫ বছর বয়সী ফিঞ্চ বলেন, ‘এটা আসলে সুযোগের উপর নির্ভরশীল। আমাকে আগে দেখতে হবে সারা বছরের সূচিতে কোথায় কোথায় খালি আছে।’

সবশেষ ফিঞ্চ জানালেন পাকিস্তান সফরে এসে তিনি খুশি। পুরো সময়টাকে উপভোগ করেছেন তিনি। ডানহাতি ব্যাটার বলেন, ‘পাকিস্তানে আমি আমার সময়টা ভালোবেসেছি। এই সফরটা বেশ ভাল লেগেছে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বাবর নয়, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক দেখতে চান মুদাসসার নাজার

বাবর নয়, রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক দেখতে চান মুদাসসার নাজার

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

আত্মবিশ্বাস ও দলীয় বন্ধনে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি: ইমাম-উল-হক

শেন ওয়ার্ন, কিংবদন্তিদের চোখে ‘কিংবদন্তি’

শেন ওয়ার্ন, কিংবদন্তিদের চোখে ‘কিংবদন্তি’