ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বারবারই পক্ষপাতিত্বের শিকার হয়েছে বাংলাদেশ দল। লেগ বিফোর কিংবা কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিতেই যেন আম্পায়ারদের অসংখ্য অপারগতা। দক্ষিণ আফ্রিকানদের আম্পায়ারিং দেখে হতাশ বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।
পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তিনি। দলের সাথে না থাকলেও অনুসরণ করছেন দলের খেলা। আর এরপরেই হতাশা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সাকিব বলেন, ‘আমার মনে হয়, আইসিসির এখন নিরপেক্ষ আম্পায়ারিংয়ে ফিরে যাওয়া উচিত। বেশিরভাগ দেশেই এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।’
করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের ব্যাপারটি একদম করে দিয়েছে। উল্টো স্বাগতিক দেশের আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়াল দিয়ে খেলা পরিচালনা করছে। এর ফলে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে বিতর্কিত আম্পায়ারিংয়ের অভিযোগ।
I think it’s time for #Icc to back to neutral umpires as covid situation is ok in most cricket playing countries. #SAvBAN
— Shakib Al Hasan (@Sah75official) April 3, 2022
চলমান ডারবান টেস্টে আম্পায়ারিং করছেন দক্ষিণ আফ্রিকার দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোক। তাদের একের পর এক পক্ষপাতমূলক সিদ্ধান্ত দেখেই আইসিসির পরিবর্তিত নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন সাকিব।
ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বেশ কয়েকবার রিভিউ নিয়েও আম্পায়ারস কলের কারণে নিজেদের পক্ষে সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ দল। এতেই ম্যাচে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর