খেলোয়াড়ী জীবনে বেশ সফল ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। এমনকি বয়সভিত্তিক দলেও কোচ হিসেবে পেয়েছেন সাফল্য। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা জাতীয় দলের কোচ হিসেবেও ধরে রাখবেন বলে বিশ্বাস করেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
বয়সভিত্তিক দল থেকে একসাথে খেলেছেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলি। বয়সভিত্তিক এবং জাতীয় দল পেরিয়ে এখন দুইজনই ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুই পদে কাজ করছেন। আর এ সময়ই ভারতীয় কোচ সফল হবেন বলেও আশাবাদী সৌরভ।
ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর বিদায়ের পর দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়। ধারণা করা হয় দ্রাবিড়কে দায়িত্ব দিতে বড় ভূমিকা পালন করেছিলেন সৌরভ।
সম্প্রতি দ্রাবিড়ের বিষয়ে কথা বলেন সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, খেলোয়াড় জীবনের মতোই আছেন রাহুল দ্রাবিড়। এমনকি খেলোয়াড়ী জীবনের মতো কোচিং ক্যারিয়ারেও সাফল্য পাবেন সাবেক এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘খেলোয়াড়ী জীবনে সে অনেক মনোযোগী ছিল। সে অনেক পেশাদার একজন ক্রিকেটার ছিলেন। সে কারণেই সাফল্য পেয়েছেন। কোচিং ক্যারিয়ারেও সে সাফল্য পাবে। দ্রাবিড় প্রতিভাবান। সে জানে কি করতে হবে।’
সৌরভ আরও বলেন, ‘সবার মতো রাহুলও ভুল করবে। পাশাপাশি সে তার সর্বোচ্চটা দিয়েও চেষ্টা করবে। আর এটাই তাকে সাফল্য এনে দিবে।’
ভারতের দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে রোহিত শর্মা বাহিনী। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে পারেনি রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। তবে অদূর ভবিষ্যতে রাহুল দ্রাবিড় বিদেশের মাটিতেও ভারতকে সাফল্য এনে দিবেন বলে বিশ্বাস করেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর