নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ১২৯ রানের এক ঝড়ো ইনিংস। ফাইনালে আরও বিধ্বংসী রুপে দেখা দিয়েছেন অ্যালিসা হিলি। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ১৭০ রানের ইনিংসে গড়েছেন রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস।
রোববার (৩ এপ্রিল) ক্রাইস্টচার্চে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই ম্যাচে ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়ে ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস খেলেন অ্যালিসা হিলি। যা কিনা নারী কিংবা পুরুষ, যেকোনো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
অ্যালিসা হিলি ভেঙেছেন তারই স্বদেশি অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড। ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটাই ছিল বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের ইনিংস।
অ্যালিসা হিলির আগে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার কেরেন রোল্টন। ২০০৫ সালে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। দীর্ঘ ১৭ বছর পর রোল্টনের এই রেকর্ড ভেঙেছেন অ্যালিসা হিলি।
রোববার ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুতে কিছুটা সময় নিয়ে খেলা শুরু করেছিলেন অ্যালিসা হিলি। হাফ সেঞ্চুরি করতে সময় নেন ৬২ বল। এরপরেই খোলস ছেড়ে বের হয়ে এসে ইংলিশ বোলারদের উপর চড়াও হতে থাকেন। পরের ৩৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। আর দেড়শ রানের মাইলফলক স্পর্শ করতে সময় নেন মাত্র ২৯ বল। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৭০ রানে থেমেছে তার এই ইনিংস। পুরো ইনিংসে ১২৩ দশমিক ১৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছে হিলি। বল সীমান পার করেছেন ২৬ বার। ইনিংসে ঝড়ো ইনিংস খেললেও একটিবারের জন্যও ছক্কা হাঁকাননি তিনি।
হিলির ব্যক্তিগত রেকর্ডের দিনে অস্ট্রেলিয়া দলগতভাবেও করেছে রেকর্ড। তার ১৭০ রানের ইনিংসে ভর করে ৩৫৬ রানের দলীয় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া নারী দল। আর এটাই মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দলগত সর্বোচ্চ সংগ্রহ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর