ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) হানুমা বিহারির সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে ছয় উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে হানুমা বিহারির ১১২ রানের ইনিংসে ভর করে জিতেছে আবাহনী। এর আগে বল হাতে ব্রাদার্সকে ধসিয়ে দেন যুব বিশ্বকাপজয়ী পেসার তানজিম সাকিব।
শনিবার (২ মার্চ) টস হেরে ব্যাটিং নামে ব্রাদার্স ইউনিয়ন। ব্যাটিংয়ে নেমে ৪৮ দশমিক ৩ ওভারে ২১৯ রানে অলআউট হয় ব্রাদার্স। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মিনহাজুল আবেদীন সাব্বির। এছাড়াও চতুরাঙ্গা ডি সিলভার ব্যাট থেকে আসে ৩৩ রান।
আবাহনীর হয়ে তানজিম হাসান সাকিব ২৬ রানে পাঁচ উইকেট শিকার করেন। দুইটি করে উইকেট শিকার করেন সাইফউদ্দিন এবং তানভীর ইসলাম। আর একটি উইকেট শিকার করেন স্পিনার আরাফাত সানি।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানেই তিন উইকেট হারিয়ে বসে আবাহনী। এরপরেই দলের হাল ধরেন হানুমা বিহারী। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে গড়েন ১২০ রানের জুটি।
৬৩ বলে পাঁচ চার এবং তিন ছক্কায় ৫৯ রান করে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন হানুমা বিহারী। আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই ভারতীয় ক্রিকেটার।
১১ চার এবং এক ছক্কায় ১১২ রানে অপরাজিত ছিলেন হানুমা বিহারি। আর অপর প্রান্তে থাকা আফিফ ২৯ বলে করেন ২৪ রান।
ব্রাদার্স ইউনিয়নের হয়ে দুইটি উইকেট শিকার করেন আবু হায়দার রনি। একটি করে উইকেট নেন আবু রায়হান এবং চতুরাঙ্গা ডি সিলভা। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তানজিম সাকিব।
স্পোর্টসমেইল২৪/পিপিআর