ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। এই সিরিজে তিনটি ওয়ানডে এবং পাঁচ টি-টোয়েন্টি খেলবে দু’দল। সিরিজের সূচি এখনও নির্ধারিত না হলেও ভেন্যু ঠিক করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, মার্কিন মুলুকে অনুষ্ঠিত হবে সিরিজের দুই টি-টোয়েন্টি।
চলতি বছরের জুনে ইংল্যান্ড সফর করবে ভারতীয় দল। সেখানে বাকি থাকা এক টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দু’দল।
সেই সিরিজ শেষেই ক্যারিবিয়ান সফরে যাবে ভারত। সেখানে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। আর সীমিত ওভারের সিরিজে থাকছে তিন টি-টোয়েন্টি এবং পাঁচ ওয়ানডে।
মার্কিন মুলুকে ক্রিকেটের প্রসার ঘটানোর জন্য বেশ আগে থেকেই সেখানে খেলা আয়োজন করে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এবারও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর ওই ম্যাচে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ হবে ভারত।
ফ্লোরিডার লডারহিলে অনুষ্ঠিত হবে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে এখন পর্যন্ত ১২ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে চার ম্যাচে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ ছিল ভারত। চার ম্যাচে দুই জয় ও এক হারের দেখা পেয়েছে ভারতীয় দল।
সিরিজের ভেন্যু নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে চলতি বছরের আগস্টে এই সিরিজ আয়োজিত হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর