পারিবারের কয়েকজন অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সে সময় জানা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না সাকিব, পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি।
সাকিবের দক্ষিণ আফ্রিকায় না যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে না। সে আমাদের জানিয়েছে, পরিবারিক কাজে তাকে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ চলাকালীন দেশে সাকিবের পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। তখনই জানা গিয়েছিল, দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবেন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই ক্রিকেটার।
অবশ্য দক্ষিণ আফ্রিকা সফরে আগেও খেলা না খেলা নিয়ে বেশ জলঘোলা করেছিলেন সাকিব আল হাসান। প্রথমে মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রোটিয়া সফরে যেতে না চাইলেও পরে ছুটি বাতিল করে দক্ষিণ আফ্রিকায় যান তিনি।
সিরিজ চলাকালীন দ্বিতীয় ওয়ানডের আগে জানা যায়, বাংলাদেশে সাকিবের পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। সে সময় গুঞ্জন উঠেছিল ওয়ানডে সিরিজ শেষ না করেই দেশে ফিরবেন। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ জিতেই দেশে এসেছেন এই ক্রিকেটার।
২০১৭ সাল থেকে দেশের বাইরের টেস্ট সিরিজগুলোতে সাকিবের অনুপস্থিতি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ২০২১ সালে প্রতিপক্ষের মাটিতে ৫ টেস্ট খেলেছিল বাংলাদেশ। এর মধ্যে একটি মাত্র টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর