আফগানদের নতুন বোলিং কোচ উমর গুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০১ এপ্রিল ২০২২
আফগানদের নতুন বোলিং কোচ উমর গুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। বিশ্বকাপের পরই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এবার শন টেইটের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক পাকিস্তানি পেসার উমর গুল।

আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে অভিষেক হবে উমর গুলের। এর আগে ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।

চলতি বছরের ৪ এপ্রিল থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প শুরু করবে আফগানিস্তান জাতীয় দল। সেখানেই আফগান দলের সাথে যোগ দিবেন তিনি। এই ক্যাম্পে আরও যোগ দিবেন নতুন হেড কোচ গ্রাহাম থর্প।

আফগানিস্তান জাতীয় দলের সাথে যুক্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি পেসার উমর গুল। টুইটারে দেওয়া এক বার্তায় বিষয়টি জানিয়েছে।

সেখানে তিনি বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর পর আন্তর্জাতিক দলকে সাহায্য করতে পারাটা আমার জন্য আনন্দদায়ক। আমার অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো।’

কোচিং ক্যারিয়ারে পাকিস্তান সুপার লিগ, কাশ্মীর প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং অন্যান্য ঘরোয়া লিগেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। আফগানিস্তান দলকে কোচিং করানোর মাধ্যমে প্রথমবারের মতো কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে পা রাখবেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে এবং ৬০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন গুল। এ সময় তার শিকার ছিল মোট ৪২৭ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রশিদ-নবীদের নতুন কোচ গ্রাহাম থর্প

রশিদ-নবীদের নতুন কোচ গ্রাহাম থর্প

গুজরাটে জেসন রয়ের বদলি রহমানউল্লাহ গুরবাজ!

গুজরাটে জেসন রয়ের বদলি রহমানউল্লাহ গুরবাজ!

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

যদি আফগানিস্তান না থাকতো, জানি না আমি এখন কী করতাম : রশিদ খান

বল টেম্পারিং : দলের জরিমানার পর ডাচ ক্রিকেটার নিষিদ্ধ

বল টেম্পারিং : দলের জরিমানার পর ডাচ ক্রিকেটার নিষিদ্ধ