রাজধানী ঢাকা যেন দুর্ঘটনার শহরে পরিণত হচ্ছে। প্রতিদিনই এ নগরীর কোথাও না কোথাও হতাহতের ঘটনা ঘটছেই। তেমনি এবার দুর্ঘটনার শিকার হলেন বাংলাদেশের ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ।
শনিবার কোন এক সময় রিকশাযোগে যাওয়ার সময় তিনি এ দুর্ঘটনার কবলে পড়েন। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। দুর্ঘটনার সংবাদ তিনি নিজেই জানিয়েছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রথমে এ সংক্রান্ত তথ্য জানানোর পর তা আবার নিজের ভেরিফায়েট পেইজেও শেয়ার করেছেন।
সেখানে দুর্ঘটনা কবলিত রিকশার ছবিও প্রকাশ করেছেন। ছবিতে দখো যায়, প্রাইভেটকারের ধাক্কায় রিকশার ডান পাশের এক্সেল ভেঙে চাকা আলাদা হয়ে গেছে। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে ধাক্কাটা কত জোড়ে লেগেছে। তবে তাসকিন নিজেই নিশ্চিত করেছেন রিকশার বড় ধরনের ক্ষতি হলেও তিনি ঠিক আছেন।
ফেসবুকের পোস্টে তিনি জানান, ‘আমি এবং জনি আহমেদ (Jony Ahmed) রিকশা করে জাসসিলাম (যাচ্ছিলাম) হটাৎ একটা প্রাইভেটকার এসে মেরে দিল রিকশায় .. জনিও পড়লো তার উপরে আমি পড়লাম, ওর উপরে পড়ায় বেশি বেথা পাইনি ..কয়দিন ধরেই হালকা পাতলা বেথা পাওয়ার উপরেই আসি, সবগুলাই ফারা হিসাবেই ধরলাম..., ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে.., ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছো এটা আমার বিশ্বাস...’
সম্প্রতি তাসকিনের ফর্ম ভালো যাচ্ছে না। বাজে ফর্মের কারণে সম্প্রতি বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি তেকেও বাদ পড়েছেন। নিয়মিত পরিশ্রম চালিযে যাচ্ছেন ফর্মে ফেরাসহ আবার দলের হয়ে ক্রিকেট মাঠ মাতাতে। ফর্মে ফিরতে সকলের কাছে দোয়াও চেয়েছেন এ বাংলাদেশি পেসার।