আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুই বছরের পথচলা পিটার নেভিলের। এ সময়ে অস্ট্রেলিয়ার হয়ে ১৭ টেস্ট এবং ৯ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অবস্থান পাকা করতে না পারলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বড় করতে না পারার আক্ষেপ নিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন পিটার নেভিল।
২০১৫ সালে অ্যাশেজের মাঝখানে পারিবারিক কারণে দেশে ফিরেন ব্র্যাড হাডিন। তার বদলি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পিটার নেভিল। অভিষেকে উইকেটে পিছনে করেছিলেন দারুণ পারফর্মেন্স। সাথে ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল।
তবে অভিষেক ম্যাচের ব্যাটিং পারফর্মেন্স ধরে রাখতে পারেনি পিটার নেভিল। আর এই কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি।
পরবর্তীতে ম্যাথু ওয়েড অস্ট্রেলিয়া দলে নিজের জায়গা পাকা করলে বাদ পড়েন পিটার নেভিল। এরপরে আর জাতীয় দলে ফিরতে পারেননি। জাতীয় দলে জায়গা হারালেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন তিনি।
শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে চারজন ক্রিকেটার ১০০ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে পেরেছেন। তার মধ্যে একজন ছিলেন পিটার নেভিল।
১২৬ প্রথম শ্রেণির ম্যাচে ৩৬ দশমিক ৮১ গড়ে করেছেন ৫৯২৭ রান। এ সময় ৪১৬ ডিসমিসাল করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ টেস্টে ২২ দশমিক ২৮ গড়ে করেছেন ৪৬৮ রান। আর ডিসমিসালের সংখ্যা ৬৩ টি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর