পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ এএম, ৩০ মার্চ ২০২২
পাকিস্তানকে পিছনে ফেলে ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে আইসিসি র‍্যাংকিংয়ে পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছিল বাংলাদেশ। শুধু অপেক্ষা ছিল একটি জয়ের অথবা পাকিস্তানের একটি হারের। সেই কাজটি করে দিলো অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় র‍্যাংকিং খোয়ালো তারা। বিপরীতে ওয়ানডে র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো ছয় নম্বরে উঠলো বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ মার্চ) লাহোরে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ৮৮ রানে হারে পাকিস্তান। এ হারে রেটিং পয়েন্ট কমে পাকিস্তানের। পয়েন্ট কমে ৯২ দশমিক ৫০ এ নেমে এসেছে।

দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করতে না পারলেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এ সিরিজ জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯৩ দশমিক ০৬ এ। 

দশমিক পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় র‍্যাংকিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। ছয় নম্বরে বাংলাদেশ অবস্থান পুরোটাই এখন নির্ভর করছে পাকিস্তানের উপর। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের কোনোটিতে জিতলেই বাংলাদেশ আবারও সাত নম্বরে নেমে যাবে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিজেদের রেটিং পয়েন্টও বাড়িয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট এক বেড়ে হয়েছে ১১৭। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১২১ আর দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ১১৯।

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ দশ দল
১. নিউজিল্যান্ড (রেটিং – ১২১)
২. ইংল্যান্ড (রেটিং – ১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং – ১১৭)
৪. ভারত (রেটিং – ১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং – ১০২)
৬. বাংলাদেশ (রেটিং – ৯৩)
৭. পাকিস্তান (রেটিং – ৯৩)
৮. শ্রীলঙ্কা (রেটিং – ৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং – ৭৭)
১০. আফগানিস্তান (রেটিং – ৬৮)

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

আইপিএলে না যাওয়ায় তাসকিনকে পুরস্কৃত করার পক্ষে মাশরাফি

আইপিএলে না যাওয়ায় তাসকিনকে পুরস্কৃত করার পক্ষে মাশরাফি

টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী মমিনুল

টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী মমিনুল

‘তাস পাখি’র ডানায় চড়ে নয়া ইতিহাস

‘তাস পাখি’র ডানায় চড়ে নয়া ইতিহাস