বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর খেলতে চলে গেছেন দক্ষিণ আফ্রিকার কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাতে অবশ্য দক্ষিণ আফ্রিকার শক্তিতে ভাটা পড়বে না বলে মনে করেন বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নিজ দলকে সতর্ক থাকতে বললেন তিনি।
বাংলাদেশকে ডোনাল্ড স্মরন করিয়ে দিলেন, আইপিএলে খেলা তারকাদের পরিবর্তে স্বাগতিকদের কাছে মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে। কাগিসো রাবাদা, অ্যানরিক নর্টজে, লুঙ্গি এনগিডি এবং মার্কো জানসেনের মতো বোলাররা না থাকলেও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করেছে। তাদের বদলি পেসাররা খুব ভাল।
ডোনাল্ড বলেন, ‘সিপামলার মতো ছেলেদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে। সাথে ডুয়ান অলিভিয়ার কি সেটা আমরা সবাই জানি। ড্যারিন ডুপাভিলন একজন আক্রমণাত্মক ফাস্ট বোলার। দিনভর ঘন্টায় ১৪০ গতিতে বোলিং করে। তাই সেও দেখার মতো একজন হবে।’
তিনি আর বলেন, ‘এটি তাদের নিজেকে মেলে ধরার সময়। আমি ঘরোয়া সার্কিটে এই ছেলেদের দেখেছি। তারা সত্যিই ভালো করেছে। দুটি টেস্ট ম্যাচে ১০ দিনের জন্য দলে আপনার নাম দেখাটা সহজ নয়। এখানে নাম দেয়া মানে ভবিষ্যতের জন্য আপনাকে বাছাই করতে বলা। ওরা তাই করছে।’
দক্ষিণ আফ্রিয়াক সিরিজের আগেই বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন ডোনাল্ড। তখন বাংলাদেশ্বের পেস আক্রমণ দেখে তিনি বলেছিলেন যে, তিনি দলের বোলিং আক্রমণের পরিচয় খুঁজে পেতে আগ্রহী। বাংলাদেশের পেস ইউনিট মুগ্ধ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।
ডোলান্ড বলেন, ‘'আমি তাদের কাছে থেকে দেখে অবাক হয়েছি। তাসকিন, শরিফুল, খালেদের মতো ছেলেদেরকে প্রথমবার মুখোমুখি দেখে তাদের মানসিকতা ভালো লেগেছে। আমার মনে হয় তারা ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছে। পরিকল্পনামাফিক সত্যিই ভালোভাবে সব করেছে।’
টেস্ট সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী ডোনাল্ড। তিনি মনে করেন নিউজিল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে দিতে পারে বাংলাদেশ। 'একটি শক্তিশালী দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় আসা, তাদেরকে হারানো সহজ নয়। বাংলাদেশের মানসিকতা অনেক কিছু বলে। যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে ঘটেছে। সম্ভবত দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঘটতে পারে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি