২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তান সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার অবশ্য সফর অসম্পূর্ণ রেখেই দেশে ফিরেছিল ক্যারিবিয়ানরা। এরাব সেই অসম্পূর্ণ সফরের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজ।
সর্বশেষ পাকিস্তান সফর চলাকালীন ওয়েস্ট ইন্ডিজ দলে হানা দিয়েছিল করোনা। সে কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করেই দেশে ফিরেছিল ক্যারিবিয়ানরা। ওয়ানডে না খেললেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দু’দল।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের সেই সিরিজ খেলতেই চলতি বছরের জুনে পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত সিরিজটি ২০২১ সালের ডিসেম্বরে আয়োজিত হওয়ার কথা ছিল।
সোমবার (২৮ মার্চ) এক বিবৃতিতে সিরিজের সূচি জানিয়ে দিয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে। আগের বার সিরিজের সবগুলো ম্যাচই করাচিতে ন্যাশন্যাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করার কথা ছিল।
সিরিজ শুরুর তিন দিন আগে ৫ জুন পাকিস্তানে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। আর ৮ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সফরসূচি
প্রথম ওয়ানডে- ৮ জুন, ২০২২
দ্বিতীয় ওয়ানডে- ১০ জুন, ২০২২
তৃতীয় ওয়ানডে- ১২ জুন, ২০২২
স্পোর্টসমেইল২৪/পিপিআর