বৃষ্টি আইনে রূপগঞ্জ টাইগার্সকে হারালো লিজেন্ডস অব রূপগঞ্জ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৮ মার্চ ২০২২
বৃষ্টি আইনে রূপগঞ্জ টাইগার্সকে হারালো লিজেন্ডস অব রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্সকে বৃষ্টি আইনে ২৯ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি করেন ভারতীয় ব্যাটার চিরাগ জানি এবং বাংলাদশের নাঈম ইসলাম। 

সোমবার (২৮ মার্চ) ইউল্যাব মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন রূপগঞ্জ টাইগার্সের দুই ওপেনার মিজানুর রহমান এবং জাকির হাসান। দু’জন মিলে গড়েন ৫৫ রানের জুটি।

দলীয় ৫৫ রানের ব্যক্তিগত ৩৩ রানে মিজানুর রহমান ফিরলেও দলের রানের চাকা সচল রাখেন জাকির হাসান এবং বাবা অপরাজিত। দুইজন মিলে গড়ে তোলেন ১৩৭ রানের জুটি।

জাকির হাসান নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলে ভাঙে এই জুটি। জাকিরের ব্যাট থেকে আসে ৯১ রান।

জাকিরের বিদায়ের পর একের পর এক ব্যাটার যাওয়া আসার মিছিলে যোগ দিলে এক প্রান্ত আগলে রাখেন বাবা অপরাজিত। তার ব্যাট থেকে আস ৭২ রান।

বাবা অপরাজিত এবং জাকির হাসানের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রান তোলে রূপগঞ্জ টাইগার্স।

২৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ রানেই দুই উইকেট হারিয়ে বসে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপরেই দলের হাল ধরেন ভারতীয় চিরাগ জানি এবং নাঈম ইসলাম। দুইজন মিলে গড়েন ২৩৮ রানের জুটি। ব্যক্তিগত ১২২ রানে চিরাগ জানি প্যাভিলিয়নে ফিরলে ভাঙে এই জুটি।

চিরাগ জানির বিদায়ের পর খেলা মাঠে গড়ায় মাত্র ১৯ বল। এরপরেই বৃষ্টির কারণে খেলা বন্ধ করা হয়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে খেলা আর শুরু করা সম্ভব না হলে ফলাফল নির্ধারণ করা হয় বৃষ্টি আইনে। সেখানেই ২৯ রানের জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টানা দুই সেঞ্চুরিতে উজ্জ্বল নাঈমের ব্যাট

টানা দুই সেঞ্চুরিতে উজ্জ্বল নাঈমের ব্যাট

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

১৬ রানের আক্ষেপ, ১৮৪ রানে থামলেন বিজয়

১৬ রানের আক্ষেপ, ১৮৪ রানে থামলেন বিজয়

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং