ইমতিয়াজের সেঞ্চুরির পরও গাজী গ্রুপের কাছে ব্রাদার্সের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৮ মার্চ ২০২২
ইমতিয়াজের সেঞ্চুরির পরও গাজী গ্রুপের কাছে ব্রাদার্সের হার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্যাটার ইমতিয়াজ হোসেন। তার এই সেঞ্চুরির পরও দলকে জেতাতে পারেননি। গাজী গ্রুপের কাছে ব্রাদার্স হেরেছে ৬ রানে।

সোমবার (২৮ মার্চ) বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাটিংয়ে নেমে দ্রুতই দুই উইকেট হারিয়ে বসে গাজী গ্রুপ। এরপরেই দলের হাল ধরেন ফরহাদ হোসেন। এক প্রান্ত আগলে রেখে ৯২ রানের ইনিংস।

ফরহাদ হোসেন এক প্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তের ব্যাটাররা উইকেটে সেট হয়েই প্যাভিলিয়নের পথ ধরছিলেন। এ কারণেই ফরহাদ ছাড়া আর কেউই পেরোতে পারেননি অর্ধশতকের কোটা। ফরহাদের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়ক আকবর আলির ব্যাট থেকে। এতেই ২৯৭ রানে থামে গাজী গ্রুপের ইনিংস।

ব্রাদার্সের হয়ে আবু হায়দার রনি, সোহাগ গাজী এবং নাঈম ইসলাম জুনিয়র দুইটি করে উইকেট শিকার করেন। আর অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৯ ওভার বোলিং করে কোনো উইকেট শিকার না করলেও দিয়েছেন মাত্র ৪৮ রান।

২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই শুরু করেছিল ব্রাদার্স ইউনিয়ন। তবে দলীয় ২৭ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা খেই হারিয়ে ফেলে।

অবশ্য পরে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ওপেনার ইমতিয়াজ হোসেন এবং রাফসান আল মাহমুদ। দলীয় ১২১ রান রাফসানের বিদায়ের পর একে প্যাভিলিয়নের পথ ধরেন অন্য ব্যাটাররা।

এক প্রান্ত আগলে রেখে ইমতিয়াজ তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তার ষষ্ঠ সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ১০৬ রান। তবে এই সেঞ্চুরি পাওয়ার দিনে দলকে জেতাতে পারেননি ইমতিয়াজ। জয় থেকে ছয় রান দূরে থাকতেই থামে ব্রাদার্সের ইনিংস। গাজী গ্রুপের হয়ে কাজী অনিক তিন উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শেখ জামালকে পাঁচ উইকেটে হারালো মোহামেডান

শেখ জামালকে পাঁচ উইকেটে হারালো মোহামেডান

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

১৬ রানের আক্ষেপ, ১৮৪ রানে থামলেন বিজয়

১৬ রানের আক্ষেপ, ১৮৪ রানে থামলেন বিজয়

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং