এখনই নিজের ভবিষ্যত নিয়ে ভাবছেন না মিতালি রাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৮ মার্চ ২০২২
এখনই নিজের ভবিষ্যত নিয়ে ভাবছেন না মিতালি রাজ

নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপের পরই প্রশ্ন উঠেছে তাহলে কি এখন ক্রিকেটকে বিদায় জানাবেন মিতালি রাজ আর ঝুলন গোস্বামী? ঝুলন এখনও এই নিয়ে কোনো কথা না বললেও মিতালি রাজ জানিয়েছেন এখনই নিজের ভবিষ্যত নিয়ে ভাবছেন না তিনি।

নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার খেলেছেন ৩৯ বছর বয়সী মিতালি রাজ। পারফর্মেন্সেও পড়েছে তার বয়সের ছাপ। এ কারণেই তার ভবিষ্যত নিয়ে উঠেছে প্রশ্ন।

তবে এখনই নিজের ভবিষ্যত নিয়ে কোনো কথা বলতে চাননা মিতালি রাজ। বলেন, ‘আমি যেভাবে খেলছি তা নিয়ে এখনই কোনো কথা বলতে চাই না। এর জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে। এরপরেই আমি এ নিয়ে (অবসর) মন্তব্য করতে চাই।’

বিশ্বকাপের পর প্রত্যেক দলেই পরিবর্তন আসে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপের পরও ভারতীয় দলে পরিবর্তন আসবে বলেও মনে করেন তিনি।

বলেন, ‘এখন অনেক নতুন মুখ আছে। অনেক অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আশা করি বিশ্বকাপের পরও ভারতীয় দলে পরিবর্তন আসবে।’

চলমান ওয়ানডে বিশ্বকাপে ভালো না করলেও পরের আসরগুলোতে ভারতীয় দলের ভাল করার সুযোগ আছেও বলে মনে করেন মিতালি রাজ। তার মতে এখনকার দলে থাকা তরুণ ক্রিকেটারই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাবে।

মিতালি রাজ বলেন, ‘দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আশা করি পরবর্তীতে তারাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে টানা পাঁচ অর্ধশতক হাঁকানো প্রথম নারী ক্রিকেটার লাউরা উলভার্ট

বিশ্বকাপে টানা পাঁচ অর্ধশতক হাঁকানো প্রথম নারী ক্রিকেটার লাউরা উলভার্ট

২০২৩ আসর থেকে ছয় দলের নারী আইপিএল!

২০২৩ আসর থেকে ছয় দলের নারী আইপিএল!

প্রাপ্তি-অপ্রাপ্তিতে টাইগ্রেসদের ‘স্মরণীয়’ বিশ্বকাপ

প্রাপ্তি-অপ্রাপ্তিতে টাইগ্রেসদের ‘স্মরণীয়’ বিশ্বকাপ

ভারতকে হারিয়ে ইংলিশ মেয়েদের প্রথম জয়

ভারতকে হারিয়ে ইংলিশ মেয়েদের প্রথম জয়