বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। এই ম্যাচে ব্যাটে বল লাগা সত্ত্বেও খেলাঘরের ব্যাটার হাসানুজ্জামানকে আউট দেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এ ঘটনার পরই আম্পায়ার মাসুদুর রহমানকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৬২ রানের লক্ষ্যে খেলতে নামে খেলাঘর সমাজ কল্যান সমিতি। আবাহনীর স্পিনার আরাফাত সানির বলে পা বাড়িয়ে ডিফেন্স করেন ব্যাটার হাসানুজ্জামান। বল ব্যাটে লেগে চলে যায় ফাইন লেগ অঞ্চলে।
এ ঘটনায় আবাহনীর বোলার আরাফাত সানি কিংবা উইকেটরক্ষক জাকের আলি অনিকের কেউই আউটের জন্য আবেদন করেননি। বরং বল ব্যাটে লাগায় বেশ আফসোস করছিলেন তারা। এ সময় আঙ্গুল তুলে হাসানুজ্জামানকে আউটের সিদ্ধান্ত দেন আইসিসির প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। আর তাতেই শুরু হয় সমালোচনা। এরপরেও ম্যাচ শেষে কোনো অভিযোগ করেনি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
খেলাঘর কোনো অভিযোগ না করলেও ভিডিও দেখে আম্পায়ার মাসুদুর রহমান মুকুলকে শোকজ করার সিদ্ধান্ত নেয় বিসিবি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু।
তিনি বলেন, ‘আমার নজরে এসেছে। আম্পায়ার্স কমিটির কাছ থেকে তার এই ভুলের কারণ জানতে চাওয়া হয়েছে।’
ইফতেখার আহমেদ মিঠু আরও বলেন, ‘ মুকুল (মাসুদুর রহমান মুকুল) আমাকে জানিয়েছে সে ভুল করেছে। মনোযোগের ঘাটতির কারণে এমন হয়েছে। এটার জানার পর আমি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এর থেকে বেশি কিছু করার নাই। মনোযোগের ঘাটতি দুয়েকবার মানা যাবে। এর বেশি না।’
আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ৪০ ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা আছে মাসুদুর রহমানের। আবাহনী-খেলাঘর ম্যাচ দিয়ে ক্যারিয়ারে ১৫০তম লিস্ট ‘এ’ ম্যাচ পরিচালনা করতে নেমেছিলেন তিনি। এই মাইলফলকের ম্যাচেই মারাত্মক ভুল করে বসলেন মাসুদুর রহমান মুকুল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর