ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে ইনজুরিতে পড়েছিলেন ইংলিশ পেসার মার্ক উড। ওই ইনজুরির কারণে অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে তাকে। বিষয়টি মার্ক উড নিজেই নিশ্চিত করেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনের শুরুতেই ইনজুরিতে পড়েন মার্ক উড। এ ইনজুরির কারণে ক্যারিবিয়ান সফর তো বটেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও ছিটকে পড়েছিলেন তিনি। এবার জানা গেল, অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে তাকে।
অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। আশা করা হচ্ছে চলতি বছরের মে মাসে অনুশীলনে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
ইনজুরির কারণে আইপিএলের পাশাপাশি কাউন্টি ক্রিকেটেও খেলতে পারবেন না মার্ক উড। মে মাসে মাঠে ফেরার অনুমতি পেলে টি-টোয়েন্টি ব্লাস্ট দিয়ে মাঠে ফিরবেন এই ক্রিকেটার।
View this post on Instagram
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারলেও কবে নাগাদ টেস্ট ক্রিকেটে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নন মার্ক উড। এ কারণে জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করে যেতে পারেন বলেও ধারনা করা হচ্ছে।
নিউজিল্যান্ড সিরিজে মার্ক উডকে না পেলেও সে সময় জোফরা আর্চারকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড।
মার্ক উড এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২৬ টেস্ট, ৫৭ ওয়ানডে এবং ১৯ টি-টোয়েন্টি। এ সময় তার শিকার মোট ১৭৭ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর