নিউজিল্যান্ডের মাটিতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন লাউরা উলভার্ট। প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে টানা পাঁচ ম্যাচে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই প্রোটিয়া নারী ক্রিকেটার।
রোববার (২৭ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল এমন সমীকরণ মাঠে নেমেছিল দু’দল। শেষ পর্যন্ত লাউরা উলভার্টের অর্ধশতকে ভর করে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে প্রোটিয়া নারীরা।
দলকে শুধু সেমিফাইনালই নিশ্চিত করাননি, প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা পাঁচটি অর্ধশতক করার রেকর্ডও করেছেন তিনি।
ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ২৭৫ রান। এই ম্যাচে ৭৯ বলে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেন লাউরা উলভার্ট। আর এতেই প্রথম নারী ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৩ ওয়ানডে খেলেছেন লাউরা উলভার্ট। এ সময়ে ৪৬ দশমিক ১৬ গড়ে করেছেন ২ হাজার ৯১৫ রান। ক্যারিয়ারে করেছেন তিন সেঞ্চুরি আর ২৬ হাফ সেঞ্চুরি।
লাউরা উলভার্টের শেষ পাঁচ ওয়ানডে ইনিংস-
৭৫ রান বনাম পাকিস্তান
৭৭ রান বনাম ইংল্যান্ড
৬৭ রান বনাম নিউজিল্যান্ড
৯০ রান বনাম অস্ট্রেলিয়া
৮০ রান বনাম ভারত
স্পোর্টসমেইল২৪/পিপিআর