৮-১০ বছর ক্রিকেট বিশ্ব শাসন করবেন শাহীন আফ্রিদী: আতিফ রানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৭ মার্চ ২০২২
৮-১০ বছর ক্রিকেট বিশ্ব শাসন করবেন শাহীন আফ্রিদী: আতিফ রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে লাহোর কালান্দার্সকে শিরোপা জিতিয়েছেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার শাহীন আফ্রিদী। পুরো আসরজুড়ে শাহীনের অধিনায়কত্ব মুগ্ধ করেছে সবাইকে। সেই দলে আছেন লাহোরের প্রধান নির্বাহী আতিফ রানাও।

শাহীনের পারফর্ম্যান্সে মুগ্ধ আতিফ ভবিষ্যৎবাণী করেছেন, আগামী ৮-১০ বছর ক্রিকেট বিশ্ব শাসন করবেন শাহীন। করাচি হকি ক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে কালান্দার্সের প্রধান নির্বাহী বলেন, ‘শাহীন আফ্রিদি একজন কিংবদন্তি হয়ে উঠবেন এবং পরবর্তী দশকে ক্রিকেট বিশ্ব শাসন করবেন।’

২১ বছর বয়সী এই পেসারকে সপ্তম আসরে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়ার জন্য কালান্দার্সের ব্যবস্থাপনা বিভাগের প্রশংসা করেছিলেন আতিফ। আতিফের মতে, এই সিদ্ধান্তটি একটি যুগান্তরকারী সিদ্ধান্ত ছিল।

শাহীনের হাত ধরে দীর্ঘ সাত বছর অপেক্ষার পর প্রথম পিএসএল শিরোপার স্বাদ পায় লাহোর। পিএসএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জেতানোর রেকর্ডও এই ফাস্ট বোলারের দখলে।

২০২১ সালটা শাহীনের জন্য জীবনের সেরা একটি বছর ছিল। বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে জিতেছেন স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি। যা একজন ক্রিকেটারের জন্য সর্বোচ্চ সম্মানের।

শুধু কালান্দার্সকে শিরোপাই জেতাননি শাহীন। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ১৩ ম্যাচ খেলে ২০ উইকেট তুলে নিয়েছেন এই পেসার।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত সময় পার করছেন এই ফাস্ট বোলার। ক্যারিয়ারে ২৪ টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৯৫ উইকেট। ২৮ ওয়ানডেতে শিকার করেছেন ৫৩ উইকেট। ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে আছে ৪৫ উইকেট।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শাহীনের বোলিং নিয়ে প্রশ্ন তোলায় নওয়াজকে ‘অপরিপক্ব’ বললেন আকিব

শাহীনের বোলিং নিয়ে প্রশ্ন তোলায় নওয়াজকে ‘অপরিপক্ব’ বললেন আকিব

ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান শন টেইট

ভবিষ্যতের জন্য শাহীনকে প্রস্তুত করতে চান শন টেইট

শাহীন আফ্রিদিকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন লাহোরের মালিক

শাহীন আফ্রিদিকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন লাহোরের মালিক

শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী