বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৭ মার্চ ২০২২
বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ওপেনার এনামুল হক বিজয়ের ১৮৪ রানে ভর করে ৩৮৮ রানের বড় সংগ্রহ পেয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৩৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে সিকান্দার রাজার ৯৮ রান সত্ত্বেও ২৭৭ রানে গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এতেই ১১১ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক।

রোববার (২৭ মার্চ) বিকেএসপিতে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয় শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য।

শাইনপুকুরের বোলারদের তুলোধনা করে মাত্র ১৪২ বলে খেলেন ১৮৪ রানের ইনিংস। এই ইনিংসে ১৮ চারের পাশাপাশি ৮ ছক্কা হাঁকান বিজয়। তার এই ইনিংসের পর নাসির হোসেনের ৩২ বলে ৬১ রানের ইনিংসে ভর করে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ৩৮৮ রান।

শাইন পুকুরের হয়ে আসাদুজ্জামান পায়েল এবং সিকান্দার রাজা দুইটি করে উইকেট শিকার করেন।

৩৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে ৪২ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে শাইনপুকুর। এরপর দলের হাল ধরেন দুই ব্যাটার সিকান্দার রাজা এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুইজনের ব্যাটে ভর করে বেশ ভালো ভাবেই আগাচ্ছিলো শাইনপুকুর। তবে দলীয় ১০২ রানে ফিরে যান অধিনায়ক অঙ্কন।

এরপর দলের হাল ধরেন সিকান্দার রাজা এবং সাজ্জাদুল হক রিপণ। তাদের ব্যাটে ভর করেও বেশ ভালোই জবাব দিচ্ছিলো। তবে ব্যক্তিগত ৫৮ রানে রিপণ ফিরলে পথ হারিয়ে বসে শাইনপুকুর।

এক প্রান্ত আগলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা পারেননি সিকান্দার রাজা। ব্যক্তিগত ৯৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ক্রিকেটার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৭ রান তোলে শাইনপুকুর।

প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে চমক দেখান স্পিনার রাকিবুল হাসান। ৪৫ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। এছাড়াও রেজাউর রহমান রাজা এবং অলক কাপালি একটি করে উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

১৬ রানের আক্ষেপ, ১৮৪ রানে থামলেন বিজয়

১৬ রানের আক্ষেপ, ১৮৪ রানে থামলেন বিজয়

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

ঢাকা লিগে আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং

রকিবুলের পর শাহাদাত দিপুর সেঞ্চুরি, জিতলো প্রাইম ব্যাংক

রকিবুলের পর শাহাদাত দিপুর সেঞ্চুরি, জিতলো প্রাইম ব্যাংক

শামীমের পর আরাফাত সানির ঝলক, সিটি ক্লাবকে হারালো আবাহনী

শামীমের পর আরাফাত সানির ঝলক, সিটি ক্লাবকে হারালো আবাহনী