ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজ খেলতে স্কটল্যান্ড যাচ্ছে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৭ মার্চ ২০২২
ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজ খেলতে স্কটল্যান্ড যাচ্ছে নিউজিল্যান্ড

চলতি বছরের জুলাই মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে স্কটল্যান্ড সফরে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে দুটি টি-টোয়েন্টি এবং একটি একদিনের ম্যাচ খেলবে কিউইরা। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের স্কটল্যান্ড সফর নিয়ে দারুণ উচ্ছ্বাসিত স্কটল্যান্ডের প্রধান কোচ শেন বার্গার। তিনি বলেন, ‘আমরা এই গ্রীষ্মে আমাদের দেশে ব্ল্যাকক্যাপসদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।’

নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান স্কটিশ কোচ। তিনি বলেন, ‘আমরা আইসিসির পূর্ণ সদস্যদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নিউজিল্যান্ড সেরা দলগুলোর মধ্যে একটি।’

তিনি আরও বলেন, ‘তারা সাম্প্রতিক সময়ে আইসিসি টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট। তারা সাম্প্রতিক বছরগুলোতে খেলার সকল ফরম্যাটে সবচেয়ে ধারাবাহিক দল হিসাবে প্রমাণিত হয়েছে।’

সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে চান বার্গার। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগে আমাদের ১২টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা হবে। দল ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে। আমরা সিরিজের জন্য অপেক্ষা করছি।’

সিরিজ নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন: ‘ব্ল্যাকক্যাপদের জন্য স্কটল্যান্ড সফর একটি দুর্দান্ত উপলক্ষ্য হতে চলেছে৷ গত এক দশকে আমরা স্কটল্যান্ডকে ক্রিকেটে উন্নতি করতে দেখেছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটি শক্তিতে পরিণত হতে দেখেছি।’

সর্বশেষ ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ড। সেই ম্যাচে কেন উইলিয়ামসনের নেতৃত্বে জয়টা পেয়েছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের স্কটল্যান্ড সফরের সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জুলাই। সবগুলো ম্যাচের ভেন্যুই এডিনবার্গের গ্রেঞ্জ স্টেডিয়াম।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

উইলিয়ামসনের সাথে খেলা মিস করবো : ওয়ার্নার

উইলিয়ামসনের সাথে খেলা মিস করবো : ওয়ার্নার

‘ধর্ষক’-কে দলে নিয়ে তোপের মুখে স্কটিশ ক্লাব

‘ধর্ষক’-কে দলে নিয়ে তোপের মুখে স্কটিশ ক্লাব

১২ বছরের বালিকার হাতে স্কটল্যান্ডের জার্সির ডিজাইন

১২ বছরের বালিকার হাতে স্কটল্যান্ডের জার্সির ডিজাইন

করোনা আক্রান্ত মার্ক চ্যাপম্যান, নিউজিল্যান্ডের ওয়ানডে দলে জর্জ ওয়ার্কার

করোনা আক্রান্ত মার্ক চ্যাপম্যান, নিউজিল্যান্ডের ওয়ানডে দলে জর্জ ওয়ার্কার