দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যট কামিন্স। দলকে নেতৃত্ব দেয়া কিংবা বল হাতে উইকেট তুলে নেয়া, দুটোই সমানভাবে করে যাচ্ছেন অজি অধিনায়ক। এবার অধিনায়ক হিসেবে কামিন্স ভাগ বসালেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১২ উইকেট নিয়েছেন কামিন্স। প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচের সিরিজে তারচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড নেই আর কোনো ফাস্ট বোলিং অধিনায়কের।
সর্বশেষ ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফাস্ট বোলিং অধিনায়ক হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১২ উইকেট লাভ করেছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তার দেশেই এবার তার পাশে নাম লেখালেন কামিন্স।
সিরিজের শুরুতে অবশ্য উইকেট পেতে বেশ বেগ পেতে হয়েছিল কামিন্সকে। কেননা, প্রথম টেস্টের পিচ ফাস্ট বোলারদের কোনোপ্রকার সহায়তা-ই করেনি। যার কারণে সিরিজের প্রথম টেস্টে মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন ২৮ বছর বয়সী এই তারকা।
দ্বিতীয় টেস্টে খানিকটা সহায়তা পেয়ে তিন উইকেট শিকার করেন কামিন্স। আর লাহোরে সিরিজ নির্ধারণী ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেন অজি অধিনায়ক। দুর্দান্ত বোলিং করে দুই ইনিংসে তুলে নেন আট উইকেট।
কামিন্সের তান্ডবে প্রথম ইনিংসে মাত্র চার রানে শেষ পাঁচ উইকেট হারায় পাকিস্তান। কামিন্সের সঙ্গে হাত মেলান অফ-স্পিনার নাথান লায়নও। লায়ন দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে মুড়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
ম্যাচ ঘুরিয়ে দেয়া পারফর্ম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান কামিন্স। পুরো সিরিজে দুটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি সহ পাঁচ ইনিংসে ৪৯৬ রান করে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার ঝুলিতে পুরেন উসমান খাজা।
শেষ টেস্ট ম্যাচটি ১১৫ রানের ব্যবধানে জিতে ১-০ তে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। টেস্ট শেষে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২৯ মার্চ (মঙ্গলবার) প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি