শাহীন আফ্রিদির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার সরফরাজ নওয়াজ। নওয়াজের এমন প্রশ্নে চটেছেন সাবেক টেস্ট ক্রিকেটার এবং লাহোর কালান্দার্সের কোচ আকিব জাভেদ। নওয়াজকে ‘অপরিপক্ব’ বলে অভিহিত করেছেন তিনি।
শাহীন ইতিমধ্যে নিজেকে বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। নজরকাড়া পারফর্ম্যান্স করে জিতে নিয়েছেন ২০২১ সালের আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার।
পাকিস্তানের এই পেসারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিকভাবেই অবান্তর। এক সাক্ষাৎকারে সেটাই বললেন আকিব। তিনি বলেন, ‘তাঁর (শাহীন) অ্যাকশন নিয়ে সন্দেহ করা অর্থহীন। তার বোলিং অ্যাকশন নিয়ে এমন বক্তব্য অপরিপক্বতার সামিল।’
অতীতের কথা মনে করিয়ে দিয়ে আকিব বলেন, ‘আমার মনে আছে জেসন রয় তার অ্যাকশন নিয়ে অভিযোগ করেছিলেন। ক্রিকেটে এটা ঘটে যখন আপনি আগের ম্যাচে সেঞ্চুরি করার পরের ম্যাচে একজন বোলার আপনাকে প্রথম ডেলিভারিতে আউট করে দেন। এটা শুধু আউট হওয়ার হতাশা, অন্য কিছু নয়।’
এর আগে কিংবদন্তি পেসার সরফরাজ নওয়াজ শাহীনের বোলিং অ্যাকশন নিয়ে মন্তব্য করেছিলেন এবং দাবি করেছিলেন যে তার অ্যাকশন উন্নতির জন্য আরও অনেক কিছু করার বাকি আছে।
সন্দেহের রেশ ধরে সরফরাজ বলেছেন, ‘ব্যাপারটা আমি অনেকবার লক্ষ্য করেছি। আফ্রিদি যখন কব্জির ডেলিভারিতে বল করেন, তখন তার অ্যাকশন সন্দেহজনক হয়ে ওঠে।’
তিনি আরও বলেছিলেন, ‘তার কোচদের অবশ্যই তার বোলিং ক্লিপগুলি দেখে এটি লক্ষ্য করা উচিত। এটাই তার অ্যাকশন নিয়ে কাজ করার সঠিক সময়। অন্যথায়, একদিন হয়তো তার অ্যাকশন রিপোর্ট করা হবে।’
সরফরাজ শাহীনের বোলিং নিয়ে প্রশ্ন তুললেও সেসব ধোপে টিকেনি অবশ্য। পাকিস্তানের হয়ে দুর্দান্ত সময় পার করছেন এই ফাস্ট বোলার। ক্যারিয়ারে ২৪ টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৯৫ উইকেট। ২৮ ওয়ানডেতে শিকার করেছেন ৫৩ উইকেট। ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে আছে ৪৫ উইকেট।
স্পোর্টসমেইল২৪/এএইচবি