আবারও মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে নবীন ও সংক্ষিপ্ততম ফরম্যাটের খেলা টি-টেন লিগ। দ্বিতীয় মৌসুমে দু'টি নতুন দল যুক্ত হচ্ছে। গতবারের চেয়ে এবার দল বাড়ানোর পাশাপাশি ৪ দিনের বদলে ১০ দিনে খেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে। মূলত ভেন্যু জটিলতার কারণের তড়িঘড়ি করে মাঠে গড়াচ্ছে এবারের আসর।
আসন্ন টি-টেন লিগে নতুন দল দু'টি হলো- পাকিস্তানের ‘করাচিয়ান্স’ ও ভারতভিত্তিক ‘নর্দার্ন ওয়ারিয়র্স’। এছাড়া টিম শ্রীলংকা ক্রিকেট এবার ‘রাজস্থানি হিরোজ’ নামে অংশ নেবে। ৯০ মিনিট সময়কালের ম্যাচের এ টুর্নামেন্ট গতবার বেশ আলোড়ন তুলেছিলো।
এ ব্যাপারে আয়োজক সূত্রে জানা গেছে, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ থেকেও দল পাঠানোর আগ্রহ দেখানো হয়েছিলো। তবে পরে ইংলিশ ক্রিকেট বোর্ড ১০০ বলের নতুন এক ফরম্যাট নিয়ে কাজ শুরু করে।
উল্লেখ্য, গত বছর ১৪ই ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার নতুন সংস্ককরণ টি-টেন লিগের প্রথম আসর বসেছিল। আসরের পর্দা নামে ১৭ ডিসেম্বর।
বিশ্বের অনেক নামীদামী ক্রিকেটারের অংশগ্রহণে বেশ সফল হয়েছিল সেই আসর। সেই আসরে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান অংশ নেন।