পাঁচ বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২২
পাঁচ বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

ফাইল ফটো

দীর্ঘ দিন পর পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার চলতি বছরের জুন-জুলাইয়ে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০১৬ সালের পর অস্ট্রেলিয়া দলের প্রথম লঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

লঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি, পাঁচ ম্যাচের ওয়ানডে এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৭ জুন থেকে ১২ জুলাই, অর্থাৎ, এক মাসেরও বেশি সময় সফরে থেবে তিন ফরম্যাটের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

৭ জুন টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার সফর। টি-টোয়েন্টি সিরিজের পরের দু’টি ম্যাচ হবে ৮ ও ১১ জুন। তিনটি ম্যাচই হবে কলম্বোতে। ১৪ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৬, ১৯, ২১ ও ২৪ জুন। প্রথম দুই ওয়ানডে ক্যান্ডিতে। আর পরের তিনটি ওয়ানডে কলম্বোতে। ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ।

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে ২৯ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ। ৮ জুলাই হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দু’টি টেস্ট ম্যাচই অনুষ্ঠিত হবে গলে।

সিরিজ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘আমরা রোমাঞ্চকর কিছু লড়াইয়ের অপেক্ষায় আছি। ৫ বছর আগে শ্রীলঙ্কায় এসেছিল অস্ট্রেলিয়া। আমরা তাদের আথিয়তা দিতে মুখিয়ে আছি।’

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি নিক হকলি বলেছেন, ‘এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি আমরা। ২০১৬ সালের পর প্রথমবার শ্রীলঙ্কা সফর নিয়ে আমরা দারুণ উত্তেজিত। আশা করছি, সফরটি প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে।’

২০১৬ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে ৪-১ ব্যবধানে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

তীব্র বাতাসে ছিল না স্টাম্পে বেল, আশা জাগিয়েও হারলো টাইগ্রেসরা

তীব্র বাতাসে ছিল না স্টাম্পে বেল, আশা জাগিয়েও হারলো টাইগ্রেসরা

পাকিস্তানের পিচ টেস্টের জন্য উপযুক্ত নয়: মার্ক ওয়াহ

পাকিস্তানের পিচ টেস্টের জন্য উপযুক্ত নয়: মার্ক ওয়াহ

ব্যাঙ্গালুরুর উইকেটকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি

ব্যাঙ্গালুরুর উইকেটকে ডিমেরিট পয়েন্ট দিল আইসিসি

ভারতের রেকর্ডগড়া জয়ে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ভারতের রেকর্ডগড়া জয়ে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা