টি-টোয়েন্টির জনপ্রিয়তার স্রোতে সময়ের সাথে তাল মিলিয়ে শুরু হয়েছিল একশো বলের ক্রিকেট টুর্নামেন্ট বা দ্য হান্ড্রেড। এই টুর্নামেন্টের জন্য আগের দুই আসরে নাম দিয়েও প্রত্যাহার করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। এবার নাম দিলেন তৃতীয় আসরেও।
দ্য হান্ড্রেড চলাকালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই সিরিজ আবার আইসিসির সুপার লিগের অংশ। একশো বলের এই টুর্নামেন্টে অংশ নিলে জিম্বাবুয়ে সিরিজ মিস করতে পারেন বাঁহাতি ওপেনার।
একশো বলের এই টুর্নামেন্টে নাম তালিকাভুক্ত করার শেষ সময় ছিল ২৮ মার্চ। এই সময়সীমার আগে নাম তালিকাভুক্ত করা বিদেশী খেলোয়াড়দের তালিকায় ওয়ার্নারই সবচেয়ে বড় নাম। চলতি বছরের ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট এবং পরের দিনই দল নির্বাচন নিশ্চিত করা হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজটি হবার কথা তিন ম্যাচের। চলতি বছরের আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে। সিরিজের তারিখ এবং সূচি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের খেলোয়াড়দের দ্য হান্ড্রেডের পুরো মৌসুমই খেলতে দিবে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সারির দল নামাবে না। দ্য হান্ড্রেড আগস্টের ৩ তারিখে শুরু হয়ে মাসব্যাপী চলার পর সেপ্টেম্বরের ৩ তারিখে শেষ হবে।
দ্য হান্ড্রেডের প্রথম আসরের জন্য ওয়ার্নারকে ১২৫০০ পাউন্ডে দলে ভিড়িয়েছিল সাউদার্ন ব্রেভ। তবে ব্যক্তিগত এবং পারিবারিক কারণ উল্লেখ করে প্রতিযোগিতা স্থগিত হওয়ার কিছুক্ষণ আগে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।
এরপর গত বছর তাকে আবারও দলে ভেড়ায় ব্রেভ। কিন্তু বিধিনিষেধ এবং খেলার সময়সূচীর কারণ দেখিয়ে সেবারও নিজেকে প্রত্যাহার করে নেন ওয়ার্নার। তখন তার বদলি হিসেবে কুইন্টন ডি কককে দলে ভেড়ায় ব্রেভ। ব্রেভের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই দক্ষিণ আফ্রিকান।
স্পোর্টসমেইল২৪/এএইচবি