দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৩ মার্চ ২০২২
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতলো বাংলাদেশ। শেষ ম্যাচে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয় ৯ উইকেটের।

বুধবার  (২৩ মার্চ) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও জানেমন মালান। দুইজন মিলে গড়ে তোলেন ৪৫ রানের জুটি।

ইনিংসের সপ্তম ওভারে এই জুটি ভাঙেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এরপরেই শুরু হয় তাসকিনের বোলিং তোপ। তাসকিনের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়া প্রোটিয়ারা ৩৭ ওভারে স্কোরবোর্ডে ১৫৪ রান তুলতেই অলআউট হয়ে যায়।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩৫ রানে ৫ উইকেট শিকার করেন। দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশের হয়ে কোনো পেসার পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড গড়ে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার জানেমন মালান। 

১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দলকে ভালোই সুচনা এনে দেন। লিটন দাস আর অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে কোনো ধরনের বিপদ ছাড়াই জয়ের দিকে আগাতে থাকে বাংলাদেশ। দু’জন মিলে গড়ে তোলেন ১২৭ রানের জুটি।

ব্যক্তিগত ৪৮ রানে স্পিনার কেশব মহারাজের বলে অধিনায়ক টেম্বা বাভুমার হাতে ক্যাচ তুলে দেন লিটন। এতেই ক্যারিয়ারের ৬ষ্ঠ হাফ সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতেই থামতে হয় তাকে।

লিটন ফিরলেও উইকেটে ছিলেন অধিনায়ক তামিম। সাথে ছিলেন লিটনের পর ক্রিজে আসা অভিজ্ঞ সাকিব আল হাসান। দুইজন মিলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। আর এতেই ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ৮২ বলে ৮৭ রান করে অধিনায়ক তামিম। আর তিন নামা সাকিব করেন ২০ বলে ১৮ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতলো। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

অপেক্ষাটা ২৮৩৬ দিনের…

অপেক্ষাটা ২৮৩৬ দিনের…

দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন

দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন

ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরছেন সাকিব

ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরছেন সাকিব

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ