দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৩ মার্চ ২০২২
দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন তাসকিন

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফারের দেখা পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে মিরপুরে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন এই পেসার। এবার ‘৪৬’ ম্যাচ পর পেলেন দ্বিতীয় ফাইফারের দেখা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।

২০১৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন তাসকিন। ওই ম্যাচে বল হাতে ভারতকে বেশ কঠিন পরিস্থিতির মুখে ফেলেছিলেন তরুণ এই পেসার। ওই ম্যাচে পাঁচ উইকেট নিতে তাসকিনের খরচ হয়েছিল ২৮ রান।

এরপর দল থেকে বাদ পরে নতুন করে আবারও নিজেকে প্রমাণ করেছেন তাসকিন আহমেদ। নতুন রুপে ফিরে প্রোটিয়াদের দেখালেন নিজের ভয়ঙ্কর রুপ। আর ২৮৩৬ দিন পর নিজেও পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেটের দেখা।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালোই শুরু করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি ককের বিদায়ের পর শুরু হয় তাসকিন ঝড়। প্রথমেই ফেরান ওপেনার জানেমন মালানকে। এরপরে একে একে তার বলে বোকা বনে যান কাইল ভেরেইন্নি, ডেভিড মিলার, ডুইয়ান প্রিটোরিয়াস এবং কাগিসো রাবাদা। এতেই তাসকিনের বোলিং ফিগার দাঁড়ায় ৩০ রানে পাঁচ উইকেট।

ওয়ানডেতে ২২তম বোলার হিসেবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। সর্বশেষ ২০১২ সালে প্রোটিয়াদের মাটিতে তাদের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

দীর্ঘদিন পর কোনো বাংলাদেশি পেসারও দেখা পেল পাঁচ উইকেটের। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর একজন বাংলাদেশি পেসারের পাঁচ উইকেট পেতে অপেক্ষা করতে হলো ৯৯২ দিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরছেন সাকিব

ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরছেন সাকিব

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

‘তাসকিনের আইপিএল খেলতে আপত্তি নেই, তবে সিরিজ শেষে’

‘তাসকিনের আইপিএল খেলতে আপত্তি নেই, তবে সিরিজ শেষে’

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী