ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৩ মার্চ ২০২২
ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরছেন সাকিব

পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমন অবস্থাতেও দক্ষিণ আফ্রিকায় দেশের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তবে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসবেন এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

পরিবারের অসুস্থতার কারণে সাকিব দেশে ফিরতে পারেন, দ্বিতীয় ওয়ানডের পর এমন গুঞ্জন তৈরি হয়েছিল। সে সময় জানানো হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হলোও তাই, ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফেরার বিমান ধরবেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৪ মার্চ) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরের মাঝপথে দেশ ছাড়লেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে তাকে বাদ দিচ্ছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

এ বিষয়ে বুধবার (২৩ মার্চ) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, সাকিব কালকে (বৃহস্পতিবার) ফিরে আসছে। আমরা তাকে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেইনি। এখনও এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। ঢাকায় এসে পরিবারের অবস্থা বুঝে সে সিদ্ধান্ত নিবে।’

পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে সাকিবকে যেকোনো মুহূর্তে দেশে ফিরে আসার অনুমতি দিয়েছিল বিসিবি। এই সুযোগ পেয়েও তৃতীয় ওয়ানডে খেলার পক্ষে মত দিয়েছিলেন।

তাই তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরবেন এই ক্রিকেটার। টেস্ট সিরিজ খেলবেন কি-না সে বিষয়ে এখনও হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত।

হৃদরোগে আক্রান্ত হয়ে সাকিব আল হাসানের মা রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছে। তার তিন সন্তানও ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি। এছাড়াও তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর আরেকটি হাসপাতালে ভর্তি আছে। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব স্যাক্রিফাইস করছে, এটা গুড নিউজ : সুজন

সাকিব স্যাক্রিফাইস করছে, এটা গুড নিউজ : সুজন

সাকিব ত্যাগ স্বীকার করছে, কোন সন্দেহ নেই: নাজমুল হাসান

সাকিব ত্যাগ স্বীকার করছে, কোন সন্দেহ নেই: নাজমুল হাসান

টেস্ট সিরিজে সাকিবকে না পাওয়ার শঙ্কা

টেস্ট সিরিজে সাকিবকে না পাওয়ার শঙ্কা

দেশের কথা ভেবে ফিরছেন না সাকিব, খেলবেন শেষ ওয়ানডে

দেশের কথা ভেবে ফিরছেন না সাকিব, খেলবেন শেষ ওয়ানডে