এক সময় পাকিস্তান ক্রিকেট মানেই ছিল ওয়াকার ইউনিস-ওয়াসিম আকরাম জুটি। এই জুটির সামনে ব্যাট হাতে দাঁড়াতে পা কাঁপতো বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদের। তাদের কীর্তির কৃতজ্ঞতাস্বরূপ কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অব ফেমে জায়গা পেয়েছিলেন ওয়াসিম। এবার আনুষ্ঠানিকভাবে জায়গা পেলেন ওয়াকার ইউনিসও।
আইসিসির হল অব ফেমে ওয়াকার জায়গা পেয়েছিলেন বেশ আগেই। এবার জায়াগ পেলেন পিসিবির হল অব ফেমেও। বুধবার (২৩ মার্চ)আনুষ্ঠানিকভাবে তাকে সম্মানিত করা হয়। তার হাতে তুলে দেয়া হয় ক্রেস্টঁ। এর আগে তার নামে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার নামে একটি স্ট্যান্ডেরও নামকরণ করা হয়েছিল।
আনুষ্ঠানিকভাবে পিসিবির হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়ার পর ওয়াকার ইউনিস বলেনম ‘আমার মা এবং স্ত্রীর পাশে দাঁড়িয়ে পিসিবি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রকৃতপক্ষে, আমার মায়ের কাছ থেকে সুন্দর ক্রেস্টটি গ্রহণ করা একটি সম্মানের বিষয় ছিল। যিনি ক্রিকেট যাত্রা জুড়ে আমার অনুপ্রেরণা ছিলেন। তার আশীর্বাদ না থাকলে আমি এতটা অর্জন করতে পারতাম না।’
বিশ্বের অন্যতন সেরা এই ফাস্ট বোলার আরও বলেন, ‘পাকিস্তানের হয়ে খেলা একটি স্বপ্ন ছিল। আমি এখনও পাকিস্তানের জার্সি পরার প্রতিটি মুহূর্ত লালন করি। শেষবার আমার দেশের প্রতিনিধিত্ব করার ১৯ বছর পর এই সম্মানে ভূষিত করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ।’
সাবেক কিংবদন্তিদের পাশে জায়গা পেয়ে গর্ব বোধ করছেন ইউনিস। তিনি বলেন, ‘আব্দুল কাদির, ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম এবং জহির আব্বাসের মতো ব্যক্তিদের সাথে হায়গা পাওয়া সত্যিই একটি গর্বের মুহূর্ত। তারা ক্রিকেটের নিখাত কিংবদন্তি।’
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ক্রিকেট হল অফ ফেমে জায়গা পাওয়া ছয়জন পাকিস্তানি হলেন - হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং জহির আব্বাস।
পাকিস্তানের হয়ে ৮৭ টেস্টে ৩৭৩টি উইকেট এবং ২৬২টি একদিনের ম্যাচে ৪১৬টি উইকেট নিয়েছেন ইউনিস। টেস্টে ১০ উইকেট নিয়েছেন ৫ বার এবং ৫ উইকেট নিয়েছেন ২২ বার। ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি